প্রথম জামাইষষ্ঠীর আনন্দ ম্লান, বিয়ের চার মাসের মাথায় বাবাকে হারালেন রুদ্রজিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ফেব্রুয়ারিতেই প্রমিতা চক্রবর্তীর (promita chakrabartty) সঙ্গে এনগেজমেন্ট ও আইনি বিয়ে সেরেছেন রুদ্রজিৎ মুখোপাধ‍্যায় (rudrajit mukherjee)। গতকালই ছিল তাঁর প্রথম জামাইষষ্ঠী। কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারলেন না রুদ্রজিৎ বা প্রমিতা কেউই। বৃহস্পতিবার সকালেই বাবাকে হারালেন অভিনেতা।

দীর্ঘ এক মাস ধরে অসুস্থ ছিলেন রুদ্রজিতের বাবা। দূর্গাপুরের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়ার উদ্দেশে ইতিমধ‍্যেই রওনা দিয়ে দিয়েছেন স্ত্রী প্রমিতা। অভিনেতা রয়েছেন দূর্গাপুরে। প্রমিতা জানান, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর শ্বশুর মশাই। হাই প্রেশার ও সুগারের সমস‍্যা ছিল। তার থেকেই শুরু হয় কিডনির সমস‍্যা। তারপর এই দুঃসংবাদ।


সোশ‍্যাল মিডিয়ায় রুদ্রজিৎ এই খবর জানিয়েছেন। নিজের এনগেজমেন্টের সময় তোলা বাবার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ। সবকিছু শেষ হয়ে গেল। তুমি অনেক লড়াই করেছো বাবা। এবার তুমি শান্তিতে থেকো। আর তোমায় কেউ জ্বালাবে না’ আবেগপ্রবণ প্রমিতাও। তিনি লিখেছেন, ‘খুব অল্প সময়ে পেলাম তোমায়। আজ তুমি চলে গেলে আমাদের ছেড়ে। অনেক লড়াই করেছো। তুমি যেখানেই থাকো ভালো থেকো’।

https://www.instagram.com/p/CQNbi1YsLah/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CQNhkk0tFyc/?utm_medium=copy_link

গত ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়ার এক রিসর্টে বসে রুদ্রজিৎ ও প্রমিতার এনগেজমেন্ট সেরিমনির আসর। রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়াতে। তাই প্রথম থেকে এখানেই বিয়ের প্রথম ধাপ সারার পরিকল্পনা করে রেখেছিলেন রুদ্রজিৎ ও প্রমিতা। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই একে অপরের আঙুলে আংটি পরান তাঁরা। তারপর থেকে কলকাতার ফ্ল‍্যাটে থাকছিলেন তারকা দম্পতি।

X