বাংলাহান্ট ডেস্ক: কালিয়াগঞ্জ (Kaliyaganj) কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে রাজ্য রাজনীতিতে। নাবালিকা ধর্ষণ এবং হত্যা থেকে শুরু করে পুলিসের সঙ্গে স্থানীয় রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের খণ্ডযুদ্ধে ফের মৃত্যুর ঘটনা জনরোষের সৃষ্টি করেছে। অথচ এ বিষয়ে অদ্ভূত ভাবে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছে তথাকথিত বুদ্ধিজীবী মহল। কিন্তু বরাবরের ব্যতিক্রমী হিসেবে প্রতিবাদ এবং ধিক্কারের সুর শোনা গেল রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) কণ্ঠে।
নাম না করে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রুদ্রনীল। নিজের চেনা পরিচিত প্যারোডি স্টাইলে একের পর এক কটাক্ষের তীর ছুড়েছেন তিনি। হাঁসখালি থেকে আনিস হত্যা, একুশের নির্বাচনের পর বিজেপি সমর্থকদের উপরে অত্যাচার, খুনের অভিযোগ মনে করিয়ে দিয়েছেন তিনি। আর সেই সঙ্গে কটাক্ষ করেছেন, নিজের গদি টলমল করছে বুঝতে পেরেই রাজপেয়াদাদের ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী।
আইনের রক্ষকরা এখন ভক্ষক হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যে একের পর হিংসা, মৃত্যু, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মিথ্যের ডালি সাজিয়ে চোরদের নিয়ে রাজ্য তৈরি করছেন মাননীয়া, এমনি সুরে আক্রমণ শানিয়েছেন রুদ্রনীল। তাঁর কথায় উঠে এসেছে বগটুই, রিষড়া-হাওড়ায় রামনবমীর মিছিলে হিংসার ঘটনা। কয়লা, বালি চুরি নিয়ে খোঁচা দিতেও ভোলেননি রুদ্রনীল।
দিন কয়েক আগে নাবালিকা ধর্ষণ এবং অতঃপর খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জে। মঙ্গলবার প্রতিবাদে থানা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন স্থানীয়কে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। পালটা স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের প্রতিরোধে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়।
https://www.facebook.com/RudranilOfficial/videos/197811556352719/?mibextid=Nif5oz
সে সময়ে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারাও যান। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর অবশ্য অভিযোগ, বিজেপিই ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এনে অশান্তি সৃষ্টি করেছে। পালটা শুক্রবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এদিকে পরোক্ষে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভার্চুয়াল আক্রমণ করলেন বিজেপির তারকা সদস্য রুদ্রনীল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা