‘অপদার্থ রাজ্য সরকার’! অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব! তৃণমূলকে ফালাফালা আক্রমণ রুদ্রনীলের

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দুপুর। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)। অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ করেছেন তিনি। ক্ষমতা, টাকা আর ভোটের ‘লোভে’ তৃণমূল সরকার কীভাবে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে, তা তুলে ধরেন পদ্ম নেতা।

  • রাজ্য সরকারকে তুমুল আক্রমণ রুদ্রনীলের (Rudranil Ghosh)!

পোস্টের শুরুতেই বিজেপি (BJP) নেতা লিখেছেন, ‘এড়িয়ে যাবেন না। দলমতের ঊর্ধ্বে উঠে সত্যিটাকে ভয় পান। একটা অপদার্থ রাজ্য সরকার শুধু ক্ষমতা, টাকা আর ভোটের লোভে কীভাবে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে রাজ্যবাসী আর দেশকে ভাবুন’। রুদ্রনীলের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন ২২০০ কিমি দিয়ে হু হু করে পশ্চিমবঙ্গে ঢুকছে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমরা। তৃণমূল নেতা ও রাজ্য সরকার তাঁদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। অচিরেই ‘আসলাম খান’ হয়ে উঠছেন ‘অসীম খাঁ’, ‘সাবিনা’ হয়ে যাচ্ছে ‘সাবিত্রী চক্রবর্তী’।

রুদ্রনীল (Rudranil Ghosh) নিজের পোস্টে লিখেছেন, ‘বর্ডার দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্যের কাছে বারবার জমি চাইলেও মমতা দেননি। এই রোহিঙ্গাদের মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ তাদের দেশ থেকেও তাড়াচ্ছে রোজ। এই অবৈধ অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে আপনার গ্রাম ও শহর। এতে বাড়ছে তৃণমূলের বেআইনি অবৈধ ভোট ব্যাঙ্ক, সাথে বাড়ছে আমার দেশ রাজ্যের সর্বনাশ’।

আরও পড়ুনঃ ৪ জন জামিন পেলেও, ঝটকা পেলেন ‘এই’ ৫! নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর! কপাল খুলল পার্থর?

রাজ্য সরকারকে (Government of West Bengal) তোপ দাগার পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন রুদ্রনীল। পদ্ম নেতা লেখেন, সব কিছু জেনে, সব কিছু দেখেও চোখ বন্ধ করে রেখেছে ‘দলদাস’, ‘অনুপ্রাণিত’ পুলিশ। রুদ্রনীলের কথায়, ‘এই তৃণমূল সরকার আজ বাদে কাল কালের নিয়মে বিদায় নেবে। ততক্ষণে যা সর্বনাশ হবার তা নিশ্চিত সমাপ্ত!! সল্টলেক, রাজারহাট, দক্ষিণ কলকাতা, হাওড়া, মেদিনীপুর, বারাসাত, মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগণা সহ সব বর্ডার জেলা ভরে যাচ্ছে তৃণমূলের অবৈধ ভোট ব্যাঙ্কে। অবৈধ ভোটার কার্ড নিয়ে এরা ছড়িয়ে পড়ছে ভারতের সর্বত্র। বিপন্ন আপনি আমি আমাদের দেশ’।

rudranil ghosh bjp bangla hunt conclave

পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খানকেও (Javed Ahmed Khan) নিশানা করেছেন রুদ্রনীল। পূর্ব কলকাতার কসবার গুলশন কলোনির প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। বিজেপি নেতা লেখেন, ‘এই কসবা বিধানসভার দাপুটে ‘জমিন’দার হলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খান। যার নির্দেশ ছাড়া ওই এলাকায় তৃণমূলের ছোট বড় নেতা, কাউন্সিলর বা ক্রিমিনালরা সোনার দামের এক ইঞ্চি জমিও ছাড়ে না কাউকে, সেখানে অবাধে বিস্তীর্ণ হয়েছে অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশীদের ’গুলশান কলোনি’!! নিশ্চয়ই বুঝতে পারছেন ‘গুলশান’ শব্দটা এই মাটির চেনা শব্দ নয়!! ও হ্যাঁ, এই গুলশানের কলোনির অঘোষিত মালিক জনাব জাভেদ খান কিন্তু মমতা মন্ত্রীসভার খুব বিশ্বস্ত ‘দূর্যোগের ব্যবস্থাপনা মন্ত্রী’!!’

রুদ্রনীল (Rudranil Ghosh) লেখেন, ‘’দুর্যোগ’ আপনার-আমার দেশ ও রাজ্যের, ‘ব্যবস্থাপনায়’ মমতার মন্ত্রী জনাব জাভেদ খান। (যে রাজনৈতিক দলের সর্মথক হোন, ভাল করে জাভেদবাবু আর রোহিঙ্গা ‘গুলশান’ কলোনির ছবিটার দিকে তাকান। এই বিষধর ‘গুলশান’ ফুটেছে একটা নয়, শতশত। তার বিষ আপনার জন্য’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর