বাংলাহান্ট ডেস্ক: বড়সড় ফাঁড়ার মুখে অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তাঁর। নিজের অ্যাকাউন্টের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। এমনকি তাঁর ‘ব্লু টিক’ যুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ৭৫ হাজার টাকায় বিক্রি করার চেষ্টাও চালাচ্ছেন হ্যাকাররা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপরে নিয়ন্ত্রণ নেই। তাই ফেসবুকেই আনুরাগীদের সতর্ক থাকার বার্তা দিলেন রুদ্রনীল। অভিনেতা লিখেছেন, ‘আজ দুপুরে আমার ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম, ছবিও পেলাম যে ” ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট” হ্যাকার ৭৫,০০০ টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না।’
তিনি আরো লিখেছেন, ‘আজ দুপুর ৩ টের পর আমার একাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না। ইন্সটাগ্রাম আমার একাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব। আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি ” আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক” আমি আজ পোস্ট করিনি।’
রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে প্যারোডি করতে দেখা যায় রুদ্রনীলকে। প্রথমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) খোঁচা দিয়ে ‘অনুমাধব’ গেয়েছিলেন তিনি। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর প্যারোডি। তারপর নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেন রুদ্রনীল।
কিছুদিন আগেই এক প্যারোডি নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ‘তিনি মানে সব ঠিক, তিনি মানে ভালো, তিনি যদি বলে দেন, সাদা হয় কালো’, এমনি ক্যাপশন দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। আনিস খান হত্যা থেকে শুরু করেন বগটুই গণহত্যা, হাঁসখালি ধর্ষণ পরপর রাজ্যে ঘটে যাওয়া একের পর এক মর্মান্তিক ঘটনা ঠাঁই পেয়েছিল তাঁর প্যারোডিতে।