বিজেপিতে যোগ দিলেন রুদ্রনীল ঘোষ, কাল যোগ দিচ্ছেন আরো অভিনেতারা জানালেন রাজীব!

বাংলাহান্ট ডেস্ক: বিজেপিতে (bjp) যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। দিল্লিতে অমিত শাহের বাস ভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের সঙ্গে বিজেপিতে যোগ দিলেন তিনি।

আজই অমিত শাহের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি পৌঁছান সকলে। তবে সেই বিমানে যেতে পারেননি রুদ্রনীল। কিছুটা দেরিতে পৌঁছে বিজেপিতে যোগ দেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করতে চলেছেন তাঁরা। কিন্তু রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় জানান, যেহেতু তাঁরা ইতিমধ‍্যেই যোগদান করে নিয়েছেন তাই তাঁরা আর করবেন না। বরং আরো কয়েকজন অভিনেতাকে দেখা যাবে যোগদান সভায়।

IMG 20210130 145122
গত কয়েকদিন ধরে টলিউড তথা রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে রুদ্রনীলের বিজেপি যোগদানের গুঞ্জন নিয়ে। বেশ কয়েকবার অভিনেতা নিজেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ব‍্যাপারে। অবশেষে আজই এলো সেই মাহেন্দ্রক্ষণ।

এর আগেই রুদ্রনীল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় যেখানে যাবেন তিনিও সেখানেই যাবেন। দুজনের সখ‍্যতার কথা কারোরই অজানা নয়। টলিউডের এক অভিনেতার পার্টিতেও একত্রে দেখা যায় রুদ্রনীল, রাজীব ও শুভেন্দু অধিকারীকে। জল্পনা তুঙ্গে তুলে নেতাজি জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফিও তোলেন রুদ্রনীল।

এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে মানুষ একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ‍্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সেলফি পোস্ট করা নিয়ে চরম ট্রোলড হতে হয়েছিল রুদ্রনীলকে। কিন্তু কোনো উচ্চবাচ‍্য করেননি তিনি। কারণ রুদ্রনীলের মতে, এসবই নির্বাচন পর্যন্ত চলবে। সব মিটে গেলেই সবার কাছে ফের তিনি একজন অভিনেতা।

অপরদিকে শুক্রবার বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। এদিন সাদা শার্ট, কালো জহর কোট ও জিন্সে দেখা গেল কৌশিককে। বিজেপির রাজ‍্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন‍্যান‍্য নেতারাও।

নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগদান নিয়ে ‘সৌজন‍্য’ বলেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। অনেক জায়গায় থেকে প্রস্তাবও পাচ্ছিলেন। কিন্তু মনস্থির করে উঠতে পারেননি এতদিন। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান কৌশিক।


Niranjana Nag

সম্পর্কিত খবর