Rudranil Ghosh: যাঁরা সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছেন তাঁদেরও গ্রেফতার করা হোক: রুদ্রনীল ঘোষ

বাংলাহান্ট ডেস্ক : সন্দীপ ঘোষের গ্রেফতারিতে নতুন করে আশার আলো দেখছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ৯ ই অগাস্ট আরজিকরে পাশবিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। একটানা প্রতিবাদ, বিচারের দাবি তোলার পর ২ রা সেপ্টেম্বর অবশেষে আসে আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর। এরপরেই নতুন করে আশা দেখতে পাচ্ছেন রুদ্রনীল (Rudranil Ghosh)।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার রুদ্রনীল (Rudranil Ghosh)

আরজিকরে নির্যাতিতা চিকিৎসকের উপরে ঘটে অত্যাচারের ঘটনা সামনে আসতেই প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র রাজ্য। বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিদিনই প্রতিবাদ মিছিল বেরোচ্ছে শহরের বুকে। ২ রা সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার (Lalbazar) অভিযানের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। আবার এদিন রাতেই সিবিআইয়ের হাতে দুর্নীতির দায়ে গ্রেফতার হন সন্দীপ ঘোষ।

   

আরো পড়ুন : Kaushik Ganguly: প্রতিবাদে সামিল শিশুও, ‘তোমাদের জন্যই সোনা মেয়ে’, আগামী প্রজন্মকে বার্তা কৌশিকের

সন্দীপ ঘোষের গ্রেফতারিতে আশায় রুদ্রনীল

এ বিষয়ে সংবাদ মাধ্যমকে রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে রাজ্যের শাসকদল ছাড়া দল মত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমার পরিবার, তাঁর সহকর্মীরা, জুনিয়র ডাক্তাররা যারা ধর্নায় বসে রয়েছেন প্রত্যেকে খানিক স্বস্তি পেয়েছেন। সমগ্র দেশের মানুষ যারা পশ্চিমবঙ্গের এই পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকে তাকিয়ে ছিলেন তারা প্রত্যেকেই আশার আলো দেখছেন।

আরো পড়ুন : Indian Army: ভারতীয় সেনাকে ঢেলে সাজাতে ১.৪৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, মঞ্জুর ১০ প্রস্তাব

রুদ্রনীল আরো বলেন, চারদিন ধরে পুলিশ বিভাগ, স্বাস্থ্য দফতর বিভ্রান্তি মূলক খবর ছড়িয়েছে। ভুল সময়ে এফআইআর, তাড়াতাড়ি দেহ পুড়িয়ে ফেলা, প্রমাণ লোপাটের চেষ্টার মতো অভিযোগের মূলে যে সন্দীপ ঘোষ, তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। কলেজের সব ছাত্রছাত্রীরাও তাঁর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বলে মন্তব্য করেন রুদ্রনীল।

Rudranil Ghosh

সিবিআই কে ধন্যবাদ দিয়ে রুদ্রনীল বলেন, সিবিআই ঠিকই তাদের তদন্ত সঠিক দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো দাবি করেন, যাঁরা এই মামলা চলাকালীন সন্দীপ ঘোষকে প্রোমোশন দিয়েছেন, বাঁচানোর চেষ্টা করেছেন, তাঁদেরও গ্রেফতার করে সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হোক।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর