সিংহ তো গরু-ছাগল নয় যে শান্ত হবে, নতুন অশোক স্তম্ভ বিতর্ক নিয়ে কটাক্ষ রুদ্রনীলের

বাংলাহান্ট ডেস্ক: নতুন সংসদ ভবনের অশোক স্তম্ভ (Ashok Stambh) নিয়ে এখন চর্চা চতুর্দিকে। নব নির্মিত ব্রোঞ্জের বিশালাকার অশোক স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। মূলত নতুন অশোক স্তম্ভের সিংহদের নিয়েই বিতর্ক। সিংহদের মুখ এত হিংস্র কেন? জাতীয় প্রতীককে বিকৃত করার অভিযোগও উঠেছে।

বিষয়টা নিয়ে প্রত‍্যক্ষ এবং পরোক্ষ ভাবে মতামত রাখছেন তারকারাও। সম্প্রতি সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অশোক স্তম্ভ বিতর্ক নিয়ে তাঁর পালটা প্রশ্ন, সিংহ হিংস্র হয় এটাই তো জেনে এসেছেন তিনি বরাবর।

rudranil ghosh 1
কটাক্ষের সুরে অভিনেতা বলেন, সিংহ তো আর গরু, ছাগল বা পায়রা নয়। তারা শান্ত হতে পারে বলে তাঁর অন্তত মনে হয় না। যারা সিংহদের মুখের অভিব‍্যক্তি নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বাড়িতে হয়তো সিংহ আছে। তাই তারা বোঝেন সিংহ হাসলে, কাঁদলে কেমন দেখায়, তীব্র শ্লেষ রুদ্রনীলের।

তাঁর মতে, এই ধরণের অর্থহীন বিতর্ক নিয়ে চর্চা করার চেয়ে বরং অন‍্য আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে নজর দেওয়া জরুরি। রাজ‍্যে বেকার সমস‍্যা ক্রমেই বাড়ছে। কত মানুষ খেতে পায় না। সেসব বিষয় নিয়ে চর্চা হলে বরং গুরুত্ব পাবে বলে মত রুদ্রনীলের। আর যারা নতুন অশোক স্তম্ভ নিয়ে এত ভাবিত তাদের উদ্দেশে রুদ্রনীলের পরামর্শ, নতুন রাষ্ট্রপতির কাছে গিয়ে দুই স্থাপত‍্যের সিংহের কেশর, লোম কটা করে কম আছে সেটা জানিয়ে আসতে।

ashok stambh
এর আগে সোশ‍্যাল মিডিয়ার দেওয়ালে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এক লাইনের মধ‍্যে লুকিয়ে থাকা শ্লেষ বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। অশোক স্তম্ভের কথা উচ্চারণ না করেই তিনি লিখেছেন, ‘সিংঘম টার হাঁ করা মুখে পরিমাণ মতো লালা থাকলে বেশ লাগত।’

বিরোধীদের অভিযোগকে অবশ‍্য আমল দিতে নারাজ বিজেপি শিবির। অমিত মালব‍্য দাবি করেছেন, নতুন অশোক স্তম্ভে অশোকের রাজধানী সারনাথের সিংহকে গ্রহণ করা হয়েছে। অন‍্যদিকে শিল্পীদের দাবি, যেহেতু নতুন অশোক স্তম্ভ আকারে বিরাট তাই ছোট ছোট বৈশিষ্ট‍্যগুলো নজর কাড়ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর