হাঁসখালি কাণ্ডে মুখ‍্যমন্ত্রীর বিরোধিতার জের! সৃজিতের ছবি নন্দনে হল না পাওয়ার কারণ এটাই? প্রশ্ন রুদ্রনীলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিত‍্যনতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে টলিপাড়ায়। নন্দনে (Nandan) ভাল বাংলা ছবির হল না পাওয়া নিয়ে সেই ‘অপরাজিত’র সময় থেকে মন কষাকষি চলছে পরিচালক প্রযোজকদের মধ‍্যে। সেই বিতর্কে ধুনো দিয়েছে সৃজিত মুখোপাধ‍্যায়ের (Srijit Mukherjee) ‘X= প্রেম’ (X=Pr) এবং রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’।

একই দিনে মুক্তি পেয়েছে দুটি ছবি। কিন্তু হল পাওয়ার বেলায় অন‍্য রকম দৃশ‍্য। হাবজি গাবজি নন্দনে চললেও জায়গা পায়নি সৃজিতের ছবি। এ নিয়ে সেই ছবি মুক্তির দিন থেকে চলছে বিতর্ক। সৃজিতের ক্ষোভের উত্তরে রাজের উত্তর, শুধু নন্দন নয়‌। আরো অনেক প্রেক্ষাগৃহেই জায়গা পায়নি X= প্রেম। এবার বিতর্ক আরেকটু উসকে দিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।


তাঁর প্রশ্ন, হাঁসখালি কাণ্ডে সরাসরি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরোধিতা করার জন‍্যই নন্দনে জায়গা পেল না সৃজিতের ছবি? টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, অনেকে বলছেন যে হাঁসখালি ধর্ষণ কাণ্ডে প্রকাশ‍্যে মুখ‍্যমন্ত্রীর সমালোচনা করার জন‍্যই নাকি হল পাচ্ছে না সৃজিতের ছবি।

রুদ্রনীলের কথায়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগৎ কোনোদিন সাংষ্কৃতিক জগৎকে দমিয়ে রাখেনি। বরং রাজনৈতিক জগৎকে আরো সমৃদ্ধ করেছে রাজনৈতিক জগৎ। তাই রাজ‍্য সরকারের উচিত সব সিনেমার পাশে দাঁড়ানো। উপরন্তু মুখ‍্যমন্ত্রী নিজেও একজন শিল্পী। তিনি কবিতা লেখেন, গান, ছবি আঁকেন। তাই তাঁর উচিত দলমত নির্বিশেষে সবাই যাতে সরকারি হল পায় সেটা দেখা।

রাজনৈতিক দল আলাদা হলেও রাজ চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। তবে সৃজিতও তাঁর খুব ভাল বন্ধু। রুদ্রনীলের মতে, দুজনে ভিন্ন ভিন্ন ধারার ছবি বানান। আর নিজের নিজের ক্ষেত্রে তাঁরা টপে রয়েছেন। দুজনের মধ‍্যে কোনো দ্বন্দ্ব রয়েছে বলে মনে করেন না রুদ্রনীল।


প্রসঙ্গত, একই দিনে মুক্তি পেয়েও একটি ছবি নন্দনে জায়গা পেল, আর অন‍্যটি পেল না এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সৃজিত। পালটা একে ‘হাবজি গাবজি’ বিতর্ক বলে রাজ দাবি করেন, ছবি মুক্তির সময়ে সৃজিত নাকি বিতর্ক তৈরি করতে চাইছেন। এই প্রথম তাঁর কোনো ছবি নন্দনে মুক্তি পাচ্ছে, সেটাও চান না সৃজিত!

X