আর জি করে (R G Kar) ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ৩১ এর মৌমিতার সঙ্গে নৃশংসতার প্রতিবাদে নেমেছে লাখ লাখ মানুষ। প্রতিবাদে সামিল হয়েছে তারকারাও। সোনাক্ষী সিনহা, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ পর্যন্ত সবার করেছেন এই ঘটনার প্রতিবাদ। এই ঘটনার (R G Kar) প্রতিবাদে রাস্তায় নেমেছেন একাধিক তারকারা।
গত ৯ তারিখ ভোর রাতে ঘটে এই নৃশংস ঘটনাটি। ধর্ষণ করে মেরে ফেলা হয় হাসপাতালে কর্মরত বছর ৩১-এর মৌমিতাকে। এই ঘটনায় ছি ছিক্কার করছে গোটা দেশ। বিচার চাই, বিচার চাই রব উঠেছে পথে ঘাটে। বিচারের দাবি নিয়ে পথে নেমেছে রাজ্যবাসী। ১৪ তারিখ রাতে রাত দখল করেছিল মেয়েরা। গোটা রাজ্য এদিন রাত জেগেছিল। আবারও পথের দাবি পথেই করার ডাক দিয়েছে রাজ্যবাসী। এমতাবস্থায় শহরের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা।
আর জি করে (R G Kar) ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি
চুপ থাকেননি রুদ্রনীল ঘোষও। ঘটনার প্রতিবাদে আবারও একবার কবিতা লিখেছেন তিনি। কবিতার মাধ্যমেই জানিয়েছেন প্রতিবাদ। আর জি করের ঘটনার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছেন রুদ্রনীল। ৯ তারিখের নৃশংস ঘটনা থেকে শুরু করে সন্দীপ ঘোষের জেরা পর্যন্ত, সব কিছুর জন্যই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে দায়ী করেছেন রুদ্রনীল।
ছোট মিনিটের একটি কবিতা পাঠের মাধ্যমে বিরোধিতা ও প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী, একটা খোলা চিঠি আর কিছু প্রশ্ন, সব জনতার পক্ষে। অপ্রিয় সত্য অপছন্দ হলে জেলে পুরে দিন।’ ভিডিয়োতে তিনি ক্রমাগত প্রশ্ন তুলে গিয়েছেন পুলিশ, প্রশাসন, ঘটনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো।