বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে দেবের (Dev) ‘খাদান’। পরপর রেকর্ড ভেঙে বাংলা ছবির জগতে তৈরি করছে নয়া মাইলফলক। এদিকে মুক্তির এত মাস পরেও বক্স অফিস থেকে মুছে যায়নি শিবপ্রসাদ নন্দিতার ‘বহুরূপী’। দুই ব্লকবাস্টার ছবির মধ্যে যখন বক্স অফিসে লড়াই চলছে, তখন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ শুরু করল দেব (Dev) অনুরাগীরা। নেট মাধ্যমে অভিনেতার ভক্তদের একাংশের কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিন শট তুলে অভিযোগ করেছেন রুদ্রনীল ঘোষ। দেবের ফ্যানপেজের আড়ালে অকথ্য ভাষায় প্রকাশ্যে গালিগালাজ করতেও দেখা গিয়েছে অনেককে।
দেব (Dev) ভক্তদের দৌরাত্ম্য দেখিয়ে অভিযোগ রুদ্রনীলের
রুদ্রনীল যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে ‘ট্রোল হেটারস’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে কমেন্ট করা হয়েছে, ‘শিবপ্রসাদ, জিনিয়া, টাকলা, রাজ, রুদ্রনীল, এদের বাপ দেব দা। এইগুলোর জন্ম মনে হয় রাস্তাঘাটে হয়েছে, নয় একজন ভালোমানুষ দেবকে বারবার আক্রমণ করা কোন যুক্তিতে, আমরা দেবীয়ান্সরা যেমন বাংলার সব চাইতে বড় ফ্যানপেঝ, ঠিক সময় লাগবে না খারাপ হতে, আমাদের গুরুদেব দাকে নিয়ে নোংরামি কথাবার্তার জবাব দিয়ে দেব’। এছাড়াও ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।
কী লিখলেন রুদ্রনীল: স্ক্রিনশট শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, ‘নিশ্চই ভাই দেব তার এসব দেবতুল্য ফ্যান (দেবীয়ান) ভাইদের কথা জানে না!! জানলে নিশ্চই সে তার অফিসিয়াল প্রোফাইল থেকে এদের একবার বোঝাতো যে, সে সত্যি অবিবাহিত এবং সে কারো বাপ নয়, বরং সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নিষ্ঠাবান লড়াকু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমাযোদ্ধা। এসব দেখলে নিশ্চই বোঝাতো, এই ধরণের “লাগাতার অকারণ বেশী মিষ্টি পরিবেষণে” কারো না কারো ডায়োবিটিস হতে পারে এবং তার এসব দেখে তারও কষ্ট হয়। উত্তম কুমার বেঁচে থাকলে হয়তো এসব কান্ড দেখে মুচকি হেসে পোস্ট করতেন, -“#সেটা_বড়_কথা_নয়।”!!’
আরো পড়ুন : হাসিনাকে নিয়ে স্নায়ুর লড়াই! বাংলাদেশ পাসপোর্ট বাতিল করতেই এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ ভারতের
কুরুচিকর আক্রমণ টলি তারকাদের: কিন্তু হঠাৎ এমন আক্রমণাত্মক হওয়ার কারণ কী দেব (Dev) ভক্তদের? জানা যাচ্ছে, উইন্ডোজ প্রোডাকশন এবং দেবের (Dev) প্রযোজনা সংস্থার টক্করের জেরেই অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে রেষারেষি। সম্প্রতি শিবপ্রসাদ নন্দিতা জুটির আগামী ছবি ‘আমার বস’ এর ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই নিজেদের ‘দেব ভক্ত’ বলে পরিচয় দিয়ে নেটিজেনদের একাংশকে খোলাখুলি হুমকি দিতে দেখা গিয়েছে, দেবের (Dev) সঙ্গে ছবি রিলিজ করে ‘দেখে নেওয়া হবে’ শিবপ্রসাদকে। উইন্ডোজ প্রোডাকশনের চিত্রনাট্যকার জিনিয়া সেনও তাঁর পোস্টে এমন কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, শিবপ্রসাদ এবং নন্দিতাকেও অশ্লীল গালিগালাজ করা হয়েছে ‘দেব ভক্ত’দের তরফে।
আরো পড়ুন : শ্বেতার সিঁথি সিঁদুরে রাঙালেন রুবেল, অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ছবি
এমন আক্রমণের শিকার অবশ্য উইন্ডোজ প্রোডাকশন একা নয়। নন্দিতার পোস্টের কমেন্ট বক্সে পরিচালক শুভ্রজিৎ মিত্র লিখেছেন, ‘দেবী চৌধুরানী’র প্রি টিজার রিলিজের পর তাঁদের সঙ্গেও ঘটেছে একই ঘটনা। তিনি অভিযোগ করেন, এক ‘বিশেষ গোষ্ঠী’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিশানা করে কুরুচিকর মন্তব্য শুরু করে। বাধ্য হয়ে তারপর তিনি রাজনৈতিক মদত খাটিয়ে সেসব থামান। অন্যদিকে অভিনেত্রী পরিচালক মানসী সিনহাও অভিযোগ করেছেন, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ মুক্তি পাওয়ার পর তাঁর সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করে অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি নেটনাগরিকদের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন এইসব ‘ফ্যানপেজ’ গুলির বিরুদ্ধে।