বাংলাহান্ট ডেস্ক: আমফানে (amphan) ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। লকডাউনের শুরু থেকেই তাদের কাজ বন্ধ। আমফানের তাণ্ডবে অনেকের মাথার ওপরে ছাদটাও চলে গিয়েছে। সেই সব অসহায় মানুষদের পাশেই দাঁড়ালেন রুদ্রনীল।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেতা। সেখানেই তিনি জানান, গল্ফগ্রিন ও টালিগঞ্জ এলাকার বস্তিগুলোতে প্রায় ২ হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি ও তাঁর টিম। রুদ্রনীল জানিয়েছেন, এই মানুষগুলো পেশায় টোটো চালক, বাড়ির পরিচারিকা, হকার বা দৈনিক মজুরির শ্রমিক।
মার্চ থেকেই বন্ধ রয়েছে তাদের রোজগার। এই অবস্থায় ছোট ছেলে মেয়ে নিয়ে খালি পেটে দিন কাটাতে হচ্ছে তাদের। তাই তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। তাঁদের এই উদ্যোগে অন্যান্যদেরও শামিল হওয়ার অনুরোধ করেছেন রুদ্রনীল। তবে রুদ্রনীল একা নন, তাঁর সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও।
ডিম, বিস্কুট, পরিস্কার জল সহ নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি জিনিস এই মানুষদের হাতে তুলে দিয়েছেন রুদ্রনীল। দেওয়া হয়েছে প্যাকেটজাত খাবারও। শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে দুধের প্যাকেট। নেটিজেনরাও প্রশংসা করেছেন রুদ্রনীলকে এই উদ্যোগের জন্য।
https://www.facebook.com/1535180140034724/posts/2701672156718844/
বুধবার প্রবল ঘূর্ণীঝড় আমফানের দাপটে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে কলকাতা ও দুই চব্বিশ পরগণা। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া, ধূলিসাৎ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কাঁচা বাড়ি। গাছ উপড়ে পড়ে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
করোনা আতঙ্কে আগে থেকেই নাজেহাল ছিল রাজ্যবাসী। তার দোসর হল ভয়াবহ ঘূর্ণীঝড় আমফান। বুধবার বিকেল থেকে আমফানের তাণ্ডব দেখেছে পশ্চিমবঙ্গ বাসী। ক্ষতির পরিমাণ অকল্পনীয়। কাঁচা বাড়িগুলির অবস্থা কহতব্য নয়। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। উপড়ে গিয়েছে প্রচুর গাছ। এখনও বহু জায়গায় বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।