‘লুটেপুটে খাচ্ছেন মিমি-নুসরত-সায়নীরা’, বিতর্কে সহ অভিনেত্রীদের পাশেই দাঁড়ালেন রুদ্রনীল

বাংলাহান্ট ডেস্ক: ‘দল চোর ডাকাতদের কথা শুনছে। লুটেপুটে খাচ্ছেন জুন মালিয়া (June Maliya), সায়নী (Saayoni Ghosh), সায়ন্তিকা (Sayantika Banerjee), মিমি (Mimi Chakraborty), নুসরতরা (Nusrat Jahan)’। সম্প্রতি এমনি বিষ্ফোরক মন্তব্য শোনা গিয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মুখে। দলেরই একাধিক বিধায়ক সাংসদ সহ শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভিডিও ভাইরাল হতে দলের তরফে শোকজও করা হয়েছে তাঁকে।

বিষয়টা নিয়ে আগেই প্রতিমন্ত্রীকে পালটা জবাব দিয়েছিলেন নুসরত জাহান এবং জুন মালিয়া। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তবে অদ্ভূত ভাবে নিজের ইন্ডাস্ট্রির সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন তিনি।

1566913208 rudranil1
শ্রীকান্ত মাহাতোর মন্তব্যের প্রসঙ্গে নুসরত, মিমি, সায়নীদের পক্ষ নিয়েই রুদ্রনীল বলেন, কিছু মানুষ দু হাত দিয়ে লুটেপুটে খেয়েছেন। এখন শুধু সাংষ্কৃতিক জগতের মানু্ষদের দাগিয়ে দেওয়া ঠিক হবে না। বসিরহাটের সাংসদ নুসরত এবং মেদিনীপুরের বিধায়ক জুনও বিষয়টা নিয়ে মুখ খুলেছেন।

জুন বলেন, শ্রীকান্ত মাহাতো যে ভুল কথা বলেছেন সেটা তিনি নিজেও জানেন। দলের তরফে শোকজ করা হয়েছে তাঁকে। এর জন‍্য দলকে ধন‍্যবাদ জানিয়েছেন জুন। একজন মন্ত্রীর মুখে এ ধরণের মন্তব‍্য আর না শোনার আশা করেন বলেও মন্তব‍্য করেন জুন।

অন‍্যদিকে নুসরত বলেন, উনি নিজের বুদ্ধি বিবেচনা মতো কথা বলেছেন। কে দলের সম্পদ আর কে সম্পদ নয় সেটা মানুষই ঠিক করবে। নুসরতের স্পষ্ট বক্তব‍্য, তাঁরা মানুষের সেবা করতে এসেছেন। প্রতিমন্ত্রীর মন্তব‍্য নিয়ে কিছুই যায় আসে না তাঁদের। কম কথা আর বেশি কাজ, এই নীতিতেই বিশ্বাস করেন নুসরত।

Nusrat srikanto
ভাইরাল ভিডিওতে মঞ্চে দাঁড়িয়ে শ্রীকান্ত মাহাতোকে বলতে শোনা যায়, “জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটোপুটে খাচ্ছে। এরা দলের সম্পদ হলে দল করা যাবে না। অভিষেক, সুব্রত বক্সিদের বোঝাতে চেয়েছিলাম। ওঁরা বুঝতে চাননি। দল চোর ডাকাতদের কথা শুনছে। ওই ক‍্যাবিনেটে সবাই চোর, লোকে বলছে তো।”

ভিডিও ভাইরাল হওয়ার পরেই শোকজ নোটিস ধরানো হয় শ্রীকান্ত মাহাতোকে। তৃণমূলের তরফে জানানো হয়, লিখিত ভাবে ক্ষমা প্রার্থনা করেছেন প্রতিমন্ত্রী। অসতর্ক মুহূর্তে আবেগের বশে কথাগুলো বলে ফেলেছিলেন বলেও নাকি জানিয়েছেন শ্রীকান্ত মাহাতো।


Niranjana Nag

সম্পর্কিত খবর