বাংলা হান্ট ডেস্কঃ একদিকে ভবানীপুরে চলছে হাইভোল্টেজ ভোট, অন্যদিকে আজকেই দিল্লির পাতিয়ালা কোর্টে হাজিরা দেওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি আজ হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। সংবাদ সংস্থা ANI-র তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ড এবং আর্থিক তছরুপ কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিষেকের স্ত্রী রুজিরাকে একাধিকবার তলব করা হয়েছে। তবে সাংসদ পত্নী এখনও হাজিরা দেন নি। সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরার। সেই সময় তিনি কেন্দ্রীয় এজেন্সিকে জানান যে, করোনার কারণে সন্তানদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। গোয়েন্দারা চাইলে তাঁকে বাড়ি এসে জিজ্ঞসাবাদ করতে পারেন।
এছাড়াও ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালতে ধাক্কা খান তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইডির তরফ থেকে সমন পাঠানো হয়েছিল। তবে তিনি সেবার হাজিরা দিয়েছিলেন।
উল্লেখ্য, কয়লা কাণ্ডে জাল গোটাতে তৎপর হয়েছে ইডি ও সিবিআই। দিন কয়েক আগে কয়লা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাংলা থেকে চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। এছাড়াও কয়লা কাণ্ডের মুল চক্রী অনুপ মাজিকেও গ্রেফতার করা হয়েছে। সেই কাণ্ডেই তদন্তের জন্য অভিষেক ও রুজিরাকে তলব করা হয়েছিল। কিন্তু অভিষেক প্রথমবার সহযোগিতা করলেও, রুজিরা এখনও তদন্তকারীদের মুখোমুখি হননি।