বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’ (Dhumketu)। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির অনস্ক্রিনে শেষ ছবি এত বছর ধরে আটকে ছিল বিভিন্ন জটিলতায়। তবে অবশেষে সমস্ত বাধা কাটিয়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ১৪ অগাস্ট পর্দায় আসবে ধূমকেতু (Dhumketu)। দেব শুভশ্রী জুটিরা যখন উত্তেজনায় ফুটছেন, তখন কী বলছেন রুক্মিণী মৈত্র?
ধূমকেতু (Dhumketu) নিয়ে অবশেষে মুখ খুললেন রুক্মিণী
ধূমকেতু মানেই দেব শুভশ্রী। একসময় তাঁদের জুটি টলিউডে ছিল চর্চার কেন্দ্রে। তবে শোনা যায়, ধূমকেতুর শুটিংয়ের সময় বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। দেবের জীবনে তখন সদ্য পা রেখেছেন রুক্মিণী। গুঞ্জন শোনা যায়, ছবির শুটিংয়েও নাকি এসেছিলেন তিনি। শুধু অভিনয়টাই যা করেননি, নয়তো এই ছবির সবটা জুড়েই নাকি রয়েছেন রুক্মিণী।
কী জানালেন অভিনেত্রী: ধূমকেতুর (Dhumketu) মুক্তির খবরে উচ্ছ্বসিত রুক্মিণীও। সংবাদ মাধ্যমকে তিনি জানান, অবশেষে ‘সে’ আসছে। অপেক্ষায় রয়েছেন তিনিও। যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে শেষ কিছু কাজ চলছে ছবির। সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রচারে এসে শুভশ্রীও মুখ খুলেছিলেন ছবিটি নিয়ে। তাঁর কথায়, ছবিটি খুবই ভালো। তবে এখন তিনি অনেকটাই ‘আপগ্রেডেড ভার্সন’। তাঁর অভিনয় দেখে দর্শকদের কেমন লাগবে তা তিনি বলতে পারছেন না। তবে এত পুরনো একটা ছবি মুক্তি পাচ্ছে তাতেই ভালো লাগছে বলে মন্তব্য করেন শুভশ্রী।
আরো পড়ুন : ‘হেরা ফেরি ৩’ বিতর্কে নতুন মোড়, কোনো চিত্রনাট্যই হাতে পাননি! অক্ষয়ের ঘাড়ে দোষ চাপালেন পরেশ
কবে আসছে ধূমকেতু: ২২ মে রানা সরকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে লেখা হয়, ‘ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ? ধূমকেতু রিলিজের আগে ‘অঙ্ক কি কঠিন’ রিলিজ হচ্ছে কাল। ধুমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে #অঙ্ককিকঠিন সিনেমাটা দেখেন। শেষ ভালো যার, সব ভালো তার’। সেই থেকেই ছিল জল্পনা।
আরো পড়ুন : TRP উঠতে না উঠতেই বড় বদল, স্টার জলসার সিরিয়ালে পা রাখলেন এই অভিনেত্রী
অবশেষে ২৩ মে দেবের প্রযোজনা সংস্থার তরফে সামনে আনা হয় ধূমকেতুর (Dhumketu) মুক্তির তারিখ। ছবির পোস্টার শেয়ার করে জানানো হয় আগামী ১৪ ই অগাস্ট মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, ২০১৬ সালেই শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দেব শুভশ্রী।