দেব ব্যস্ত অন্য নায়িকাদের নিয়ে, নিজের নতুন ‘কাছের মানুষ’কে চুমুতে ভরালেন রুক্মিনী

বাংলাহান্ট ডেস্ক: পুজোর সময় কাছের মানুষদের নিয়ে দেখার জন্য ‘কাছের মানুষ’ নিয়ে আসছেন দেব (Dev)। সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পুজোর ঠিক শুরুতেই মুক্তি পাচ্ছে তাঁদের বহু প্রতীক্ষিত ছবি। কাছের মানুষদের নিয়ে বেশ কিছুদিন ধরেই ছবির প্রচারে ব্যস্ত দুই সুপারস্টার। কিন্তু এই কদিনের প্রচারে দেবের কাছের মানুষটিকে একবারের জন্যও দেখা যায়নি।

কথা হচ্ছে রুক্মিনী মৈত্রকে (Rukmini Moitra) নিয়ে। দেবের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা এখন আর কারোর অজানা নয়। দেবের ছবি দিয়েই অভিনয়ে পা রেখেছিলেন তিনি। অফস্ক্রিনের পাশাপাশি অনস্ক্রিনেও দুজনের জুটি বেশ হিট। মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল দেব রুক্মিনীর ছবি ‘কিশমিশ’। বেশ ভাল সাড়া পেয়েছিল ছবিটি। দেবের সঙ্গে জুটি বেঁধে প্রচার পর্ব জমিয়ে দিয়েছিলেন রুক্মিনী।

Rukmini dev
কিন্তু কাছের মানুষের প্রচারে একবারও দেখা মিলল না কেন তাঁর? এই ছবিতে অভিনয় করেননি বলে? প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে কাছের মানুষের সঙ্গে দেখা দিলেন রুক্মিনী। তাঁর গালে চুম্বনও করলেন! তবে এই কাছের মানুষটি কিন্তু দেব নন। বরং তাঁর সঙ্গের অন্য নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রুক্মিনী। সেখানে দেখা যাচ্ছে, কাছের মানুষের একটি বড় পোস্টারের সামনে গিয়ে প্রসেনজিতের ছবিতে চুম্বন করলেন রুক্মিনী। পাশেই থাকা দেবের ছবিকে পাত্তা না দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেলেন। ক্যাপশনে তিনি লিখেছেন, নিজের কাছের মানুষকে তো তিনি বেছে নিয়েছেন। আর বাকিরা?

https://www.instagram.com/reel/CjCzHS6NLZ9/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, কিছুদিন আগে টলিউডে পদার্পণ এবং নেপোটিজমের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন রুক্মিনী। ‘চ‍্যাম্প’ ছবির জন‍্য যখন দেব রুক্মিনীকে বলেন তাঁর তাঁকে ‘দরকার’ তখন আর না করতে পারেননি তিনি। রুক্মিনী বলেন, তিনি যে মানুষগুলোকে ভালবাসেন তাদের দরকার হলে তিনি কখনো না করতে পারেন না।

স্বজনপোষণের অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন রুক্মিনী। তিনি স্বীকার করেন, প্রথম ছবিটা দেবের মাধ‍্যমেই তাঁর কাছে এসেছিল এটা সত‍্যি। কিন্তু তারপর থেকে যতগুলো ছবি তিনি করেছেন প্রতিটির পরিচালকই তাঁর কাছে প্রস্তাব এনেছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর