শরদিন্দু না পড়েই ‘সত্যবতী’র অভিনয়! ট্রোলে পাত্তা দিচ্ছেন না দেব-প্রেমিকা রুক্মিনী

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্রগুলি, বিশেষ করে ফেলুদা, ব্যোমকেশ (Byomkesh) নিয়ে কম সিনেমা হয়নি। উত্তম কুমার থেকে বর্তমানে যিশু সেনগুপ্ত, আবির চট্কোপাধ্যায়রা অভিনয় করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্রের ভূমিকায়। এবার তালিকায় জুড়তে চলেছে আরো একটি নাম, দেব (Dev)। সঙ্গে দেবের ‘সত্যবতী’ হতে চলেছেন রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)।

দিন দুয়েক আগেই এ খবর ঘোষণা করেছেন দেব এবং রুক্মিনী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ তৈরি করতে চলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ছবির প্রযোজনায় দেবের প্রযোজনা সংস্থা। প্রথমে বলিউড টলিউড মিলিয়ে কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এলেও শেষমেষ সুযোগ পেলেন দেবের প্রেমিকাই।

dev rukmini

রুক্মিনীর সত্যবতীর চরিত্রে অভিনয় করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল অব্যাহত। অনেকে এমনও বলছেন, দেবের ব্যোমকেশ করা যথেষ্ট ছিল না, আবার রুক্মিনী সত্যবতী হচ্ছেন! লাগাতার ট্রোল, কটাক্ষ নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, ট্রোলে তাঁর কিছুই যায় আসে না।

সংবাদ মাধ্যমকে রুক্মিনী বলেন, ট্রোল নিয়ে তিনি ভাবিত নন। বরং কাজটা ঠিকঠাক ভাবে করাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। পরিচালক বিরসা দাশগুপ্ত থেকে চিত্রনাট্যকার শুভেন্দু দাসমুন্সিও নাকি তাঁকে জানিয়েছেন, সত্যবতী হিসেবে তিনিই ছিলেন প্রথম পছন্দ।

তবে রুক্মিনী স্বীকার করে নিয়েছেন, শরদিন্দু তিনি কোনোদিন পড়েনইনি! সত্যবতী চরিত্রটি বোঝার চেষ্টা করছেন তিনি। এই ছবিতে সত্যবতীকে গর্ভবতী রূপে দেখানো হবে। সেটা রুক্মিনীর কাছে বড় চ্যালেঞ্জ। ওয়ার্কশপ করছেন বলে জানান অভিনেত্রী।

এর আগে ব্যোমকেশ ও দূর্গ রহস্য-র মহরতের ছবি শেয়ার করে দেব জানিয়েছিলেন, আগামী পরশু ছবির শুটিং শুরু হবে। অন্যদিকে রুক্মিনীও কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। নেতিবাচকতাকে উড়িয়ে লিখেছিলেন, টিমের অংশ হতে পেরে তিনি খুশি।


Niranjana Nag

সম্পর্কিত খবর