প্রথম ছবি মুক্তির ১১ দিন আগে মারা যান বাবা! সবথেকে বড় আক্ষেপের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন রুক্মিনী

বাংলাহান্ট ডেস্ক: ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কিশমিশ’। প্রথম দিনেই হাউজফুল দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Moitra) অভিনীত ছবি। গত দু বছর ধরে এই ছবিটির অপেক্ষায় ছিলেন দর্শকরা। প্রাথমিক প্রতিক্রিয়া বেশ ভালোই পাওয়া যাচ্ছে। ছবি মুক্তি পাওয়ার আগে কিশমিশের গোটা টিম নিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে এসেছিলেন দেব রুক্মিনী।

দেদার হাসি মজার মধ‍্যেই একটা মন খারাপ করা স্মৃতি শেয়ার করেন অভিনেত্রী। এখন তিনি টলিউডের নামী অভিনেত্রী। কাজ করেছেন বলিউডেও। কিন্তু প্রথমে অভিনয়ে আসার কথাই ছিল না তাঁর। মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিং করতেন তিনি। কিন্তু পড়াশোনাই ছিল তাঁর অগ্রাধিকার। কারণ বাড়িতে সকলেই উচ্চশিক্ষিত। বিশেষ করে রুক্মিনীর বাবা বলেই দিয়েছিলেন, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে।

Rukmini Maitra pic
তিনি এখন দেবের প্রেমিকা হলেও দুজনের মধ‍্যে আলাপ কিন্তু অনেক দিন আগে থেকেই। অভিনেত্রীর যখন ১৪-১৫ বছর বয়স তখন থেকেই দেবের সঙ্গে পরিচয় তাঁর। অভিনেতাই রুক্মিনীকে প্রথম অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। দেবের সঙ্গে প্রথম পরিচয়ে অভিনেত্রীর বাবা জিজ্ঞাসা করেছিলেন, তিনি কী করেন?

রুক্মিনী জানান, ১৫ বছর ধরে তাঁর বাবা কোনো সিনেমা দেখেননি। তাই দেব উত্তর দিয়েছিলেন, তাঁর নাম দীপক অধিকারী। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন। আর একটু আধটু রাজনীতি করেন। রুক্মিনী যখন প্রথম ছবিতে অভিনয় করেন তখন তাঁর বাবা বলেছিলেন, প্রিমিয়ারে তিনি যাবেন না। তবে পরে তিনি যাবেন মেয়ের ছবি দেখতে।

IMG 20220430 004810
কিন্তু সেই দিনটা আর আসেনি। বলতে গিয়ে কথা আটকে আসে রুক্মিনীর। তাঁর প্রথম ছবির মুক্তির মাত্র ১১ দিন আগেই প্রয়াত হন তাঁর বাবা। অভিনেত্রী বলেন, জীবনে কোনো আক্ষেপ রাখা উচিত নয়। কিন্তু এই আক্ষেপটা তাঁর কোনোদিন যাবে না। তবে তিনি বিশ্বাস করেন, বাবা পাশে নেই ঠিকই। তবে তিনি সরাসরি ঈশ্বরের কাছে আবদার করছেন, মেয়ের জন‍্য সব ভাল ভাল করতে। প্রেমিকার মুখে হাসি ফোটাতে আলতো করে চুমুও খান দেব।

https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/1650047125350088/

Niranjana Nag

সম্পর্কিত খবর