বলিউড চললেন রুক্মিনী, প্রেমিকার সাফল‍্যে প্রশংসায় পঞ্চমুখ দেব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেবের (dev) প্রেমিকা, এই পরিচয়েই মূলত টলিউডে পা রেখেছিলেন রুক্মিনী মৈত্র (rukmini moitra)। শুধু মাত্র দেবের বিপরীতেই ছবিতে অভিনয় করতে দেখা যেত তাঁকে। তবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে শুরু করেন রুক্মিনী। অভিনয় প্রতিভাকে আরো ঘষে মেজে ক্ষুরধার করে আবির চ‍্যাটার্জির বিপরীতে বড়পর্দায় মুখ দেখান তিনি।

এবার রুক্মিনী দিয়েছেন আরো বড় চমক। আর টলিউডের গণ্ডিতে আবদ্ধ নয়, দেবের এই প্রেমিকা এবার পাড়ি দিয়েছেন সোজা মুম্বই। বলিউডে (bollywood) অভিনেতা বিদ‍্যুৎ জাম্বালের (vidyut jammwal) নায়িকা হয়ে অভিষেক করতে চলেছেন রুক্মিনী। ছবির নাম ‘সনক: হোপ আন্ডার সিজ’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কনিষ্ক শর্মা।


নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছবির প্রথম পোস্টার শেয়ার করে এই সুখবর দিয়েছেন রুক্মিনী। লিখেছেন, ‘এটা আমার আগামী ছবি। আপনাদের সবার শুভ কামনা ও আশীর্বাদ চাই। যখন ভালবাসা বিপদে পড়ে তখন রাগ কেউ আটকাতে পারে না।’

প্রেমিকার পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন দেবও। তিনি লিখেছেন, ‘খুব খুব গর্বিত তোমার প্রতি। এবার বাংলাকে গর্বিত করো। তুমি শাসন করার জন‍্যই জন্মেছো। সনকের পুরো টিমকে অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, ‘সনক: হোপ আন্ডার সিজ’ একটি অ্যাকশন ধর্মী ছবি। ছবির প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও জি স্টুডিওজ। অ্যাকশন, রোম‍্যান্স দুয়ের মিশ্রণে যে জমজমাট একটি ছবি দর্শকরা উপহার পেতে চলেছে তা বলাই বাহুল‍্য।

জানা গিয়েছে, বেশ বড়সড় বাজেটেই তৈরি হতে চলেছে সনক ছবিটি। এই বছরের শেষের দিকে সম্ভবত শুরু হবে ছবির শুটিং। এই মুহূর্তে খুদা হাফিজ ছবির সিক‍্যুয়েলের শুটিং করছেন বিদ‍্যুৎ জাম্বাল। তারপরেই সনক ছবির শুটিং শুরু করবেন তিনি।

সম্পর্কিত খবর

X