প্রসেনজিতের সঙ্গে রোম‍্যান্স হবু বউ রুক্মিনীর! দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: মেরুন পাঞ্জাবিতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee)। ফ্লোরাল শিফন শাড়ি আর গোলাপি ব্লাউজে সুন্দরী রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। ‘কিশমিশ’ এর রোম‍্যান্টিক গানে একে অপরের চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেলেন দুজনে। এদিকে সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন দেব (Dev)। তবে শুধু দেখেননি, লেন্সের চোখ দিয়ে বন্দিও করে রেখেছেন মুহূর্তটা।

রুক্মিনীর পাশে চিরকাল দেবকে দেখেই অভ‍্যস্ত সকলে। সেখানে আচমকা প্রসেনজিৎ ঢুকে পড়ায় হোঁচট খেয়েছিলেন অনেকেই। সোশ‍্যাল মিডিয়ায় তাঁদের রিল ভিডিও দেখে চোখ কপালে নেটনাগরিকদের। বয়সের ফারাক দূরে সরিয়ে দিব‍্যি রোম‍্যান্স করলেন প্রসেনজিৎ রুক্মিনী। আসন্ন ছবির প্রচারের জন‍্য পরিকল্পনাটা নাকি দেবেরই!

dev 3
হ্যাঁ, ‘পজেসিভ’ প্রেমিকদের মতো রুক্মিনীকে আগলে আগলে না রেখে তিনিই পরিচালনা করেছেন এই রোম‍্যান্টিক রিল ভিডিওর। দেখে চমকে গিয়েছেন ‘কিশমিশ’ এর পরিচালক রাহুল মুখোপাধ‍্যায়ও। ভিডিওটি শেয়ার করে বুম্বাদাকে ধন‍্যবাদ জানিয়ে দেব লিখেছেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের কেরিয়ারের প্রথম রিল তাও আবার কিশমিশের জন‍্য।’

ভিডিও বানিয়ে আপ্লুত ‘ইন্ডাস্ট্রি’ও। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দারুন লাগল ‘অবশেষে’ গানটা। কিশমিশ দেখবেন সিনেমাহলে এটাই করব আশা। বাংলা সিনেমা এগিয়ে চলুক নিয়ে আপনাদের ভালবাসা। অনেক শুভকামনা রইল কিশমিশ এর জন‍্য।’

IMG 20220411 163354
অভিনব কায়দায় কিশমিশের প্রচার করছেন দেব রুক্মিনী। ট্রেলার মুক্তির তারিখ জানিয়েছিলেন ‘হটকে’ আন্দাজে। তারপর সাংবাদিকদের সামনে ঘোষনা করেছিলেন আগামী ২৯ এপ্রিল কিশমিশ এর মুক্তির দিনেই রুক্মিনীকে বিয়ে করবেন তিনি।

https://www.instagram.com/tv/CcMsUKOPL1N/?igshid=YmMyMTA2M2Y=

তারপর আবার মেট্রোয় চড়েও প্রচার করতে দেখা গিয়েছিল দুজনকে। টুইনিং করে সাদা টাই ডাই পোশাকে সেজেছিলেন দেব রুক্মিনী। কামরার ভেতরে গান, আড্ডায় মেতে ওঠেন দুজনে। নিজের ছবির গানও গাইতে শোনা যায় সাংসদ অভিনেতাকে।

সোশ‍্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন দেব। সেখানে দেখা গিয়েছে, কলকাতা মেট্রো সেজে উঠেছে কিশমিশ এর পোস্টারে। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুই বলব না তুমি’। আর মেট্রো থামতেই হাতে হাত ধরে উঠে পড়েন দেব রুক্মিনী।

Niranjana Nag

সম্পর্কিত খবর