দেবকে ভুলে জিৎকে মন দিলেন রুক্মিণী! ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : টলিউড (Tollywood) জগতের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। খুব শীঘ্রই নয়া চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই অভিনেত্রী। রামকমল মুখ্যোপাধ্যায় নিয়ে আসছেন ‘নটী বিনোদিনী’। মুখ্য চরিত্রে দেখা যাবে দেবের বিশেষ বান্ধবীকে। ছবি প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেন্টার্স এবং প্রমোদ ফ্লিমস।

মাত্র কয়েদিন আগেই শেষ হয়েছে ছবির শুটিং। আপাতত ছুটি কাটাচ্ছেন দেবের দেবী। ঘুরতে গেছেন মলদ্বীপে। তবে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। দেবকে ভুলে নাকি জিৎকে মন দিয়েছেন রুক্মিণী। আর এতেই মন ভেঙেছে বহু ভক্তের। টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

Rukmini Maitra

তবে রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে একসঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় এই দুই তারকা। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শুরু হবে ছবির শুটিং। জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হবেন জিৎ-রুক্মিণী। যদিও এই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।

Rukmini Maitra

তবে এই প্রথম নয়। এর আগেও জিৎ-এর প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। তাঁকে দেখা গেছে ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে। যদিও ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। তবে এবার শোনা যাচ্ছে, জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবিতে জিৎ এর সঙ্গে কাজ করবেন রুক্মিণী।

Rukmini Maitra

উল্লেখ্য, জিৎ এর সঙ্গে কাজ করতে চান টলিউডের সব নায়িকারাই। একটা সময় টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি ছিল জিৎ -স্বস্তিকা জুটি। তবে শোনা যায়, তাঁদের মধ্যে নাকি গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কে ভাঙ্গন ধরতেই এন্ট্রি হয় কোয়েলের। কোয়েল-জিৎ জুটিও প্রসংশিত হয়েছিল দর্শক মহলে। আর এবার পালা রুক্মিণীর। দর্শকমহলে এই জুটি সাড়া ফেলতে পারে কিনা এখন সেটাই দেখার।

additiya

সম্পর্কিত খবর