বাংলাহান্ট ডেস্ক : এমন বহু মানুষ রয়েছেন যারা পোস্ট অফিসে (Post Office) আজও টাকা সঞ্চয় করেন। বিশেষ করে গ্রামীন এলাকায় যেখানে ব্যাংকিং নেটওয়ার্ক ভালো না সেখানে টাকা সঞ্চয়ের জন্য একমাত্র মাধ্যম হল এই পোস্ট অফিস। পোস্ট অফিসে টাকা সঞ্চয় করলে পাওয়া যায় ভালো রিটার্ন।
এছাড়াও এখানে সঞ্চিত টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তবে মাঝেমধ্যেই বেশ কিছু পরিবর্তন আসে পোস্ট অফিসের ক্ষেত্রে। ব্যাংকের মতোই পোস্ট অফিসের অ্যাকাউন্টেও নূন্যতম ব্যালেন্স রাখতে হয়। আপনি যদি অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখেন তাহলে ১০০ টাকা কেটে নেওয়া হতে পারে।
আগে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স ছিল ৫০ টাকা। কিন্তু বর্তমানে সেটি বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের ন্যূনতম ৫০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে। এছাড়াও আর কোন কোন ক্ষেত্রে বদল করা হয়েছে পোস্ট অফিসের অ্যাকাউন্টের ক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক।
আরোও পড়ুন : যাদবপুরের পর SSKM, এবার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হোস্টেল থেকে! মৃত্যুর কারণ ঘিরে রহস্য
•টাকা তোলার ফর্ম পরিবর্তন: আগে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে দুই নম্বর ফর্ম ফিলাপ করতে হত। তবে এখন থেকে গ্রাহকদের টাকা তুলতে গেলে পূরণ করতে হবে তিন নম্বর ফর্ম। পাসবুক দেখিয়ে গ্রাহকরা নূন্যতম ৫০ টাকা তুলতে পারবেন অ্যাকাউন্ট থেকে।
•অ্যাকাউন্ট হোল্ডার সংখ্যায় পরিবর্তন: আগে পোস্ট অফিসের যৌথ অ্যাকাউন্ট এর ক্ষেত্রে দুইজন অ্যাকাউন্ট হোল্ডার থাকতে পারতেন। তবে সেটি বৃদ্ধি করে তিনজন করা হয়েছে এখন।
•অ্যাকাউন্টে জমা টাকার ক্ষেত্রে লাভ করা সুদ: বার্ষিক চার শতাংশ সুদ প্রদান করা হবে 10 তম দিন থেকে এবং মাসের শেষে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখলে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুদ মাসের শেষে নয়, বছরের শেষে গণনা করা হবে। গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে সেই সুদ।