KKR-এর ম্যাচ দেখতে গিয়ে এই কাজগুলো করলেই আপনাকে ধাক্কা দিয়ে বার করা হবে ইডেন গার্ডেন্স থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) চলতি মরশুমের প্রথম হোম ম্যাচ নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধুমাত্র কেকেআরের জন্য নয়, প্রতিপক্ষ দল আরসিবির (RCB) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) আরো একবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে আছেন ক্রিকেট ভক্তরা। টিকিট নিয়েও হাহাকার পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত যারা মাঠে যেতে পারছেন তাদের এই চারটি বিষয়ে মাথায় রাখতে হবে নয়তো তারা সমস্যায় পড়বেন।

rcb kohli

● মাঠের মধ্যে কোনওরকম বাইরের খাবার জলের বোতল বা নেশার দ্রব্য নিয়ে ঢোকা যাবে না। চেকিং এর সময় কোনওক্রমে এড়িয়ে গেলেও পরে ধরা পড়লে আপনাকে মাঠ থেকে বার করে দেওয়া হতে পারে। স্টেডিয়ামের ভেতরেই আপনি পেয়ে যাবেন জলের পাউচ। একটু বেশি দাম হলেও সেটাই সংগ্রহ করতে হবে দর্শকদের।

● স্টেডিয়ামে বেটিং সংক্রান্ত কোনও খেলা খেলতে পারবেন না আপনি। আপনি নিজে না খেললেও আপনার সঙ্গে থাকা ব্যক্তি যদি এমন কোন কাজকর্ম করেন তাহলে বিপদে পড়তে পারেন আপনিও। সেই সঙ্গে কোন রকম বিতর্কিত ধর্মীয় মন্তব্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

● আপনার ম্যাচ ডে টিকিটটি অত্যন্ত সাবধানে রাখুন। সেটি কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে স্টেডিয়ামের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হবে আপনাকে। আর ম্যাপ চলাকালীন যদি আপনি একবার স্টেডিয়াম ত্যাগ করেন তাহলে আবার ওই একই টিকিটের মাঠে ঢুকতে পারবেন না। টিকিটে আপনার জন্য যে ব্লক নির্দিষ্ট করা থাকবে তার বাইরে অন্য কোথাও আপনি বুঝতেও পারবেন না

● এমন কোনও জিনিস যা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে আপনাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। সুরক্ষার বিষয়ে ভেবেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই স্টেডিয়ামে ঢোকার সময় নিজেকে যথাসম্ভব হালকা রাখার চেষ্টা করবেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর