আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক দলগুলিকে রাজভবনে জরুরি তলব কেশরীনাথ ত্রিপাঠীর

 

বাংলা হান্ট ডেস্ক: আগামিকাল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বৈঠকে ডাকলেন রাজ্যের শাসক-বিরোধী দলগুলিকে। বৃহস্পতিবার রাজভবনে বিকেল ৪টেয় আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে। সূত্রে খবর, বৈঠকে আলোচনা হতে পারে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় পর্যালোচনা।

 

দিন কয়েক আগে কেশরীনাথ ত্রিপাঠী দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে। বৈঠকটি যদিও সৌজন্যতার সাথেই শেষ হয়েছিল কিন্তু রাজ্যপালের একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে বচসা। একটি সংবাদমাধ্যমে রাজ্যপাল বলেছেন, ”৩৫৬ ধারার জারি হতে পারে। দাবি উঠলে ভেবে দেখবে কেন্দ্রীয় সরকার”। রাজ্যপাল দাবি করেন রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে মারা গিয়েছে ১২ জন।

0ca79 img 20190612 wa0025

এই দাবি প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন,”ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর রাজ্যপাল তাঁর ভাষণে সেটাকে বাড়িয়ে ১২ বললেন। আমি শ্রদ্ধা করি রাজ্যপালকে। কিন্তু তাঁর ভাষণকে সম্মান করি না।”   রাজ্যপাল-শাসক দলের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। এমন পরিস্থিতিতে রাজ্যপালের ডাকা বৈঠক কে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

সম্পর্কিত খবর