বাংলা হান্ট ডেস্কঃ একেই করোনার জন্য বীভৎসভাবে ভেঙে পড়েছে অর্থনীতি। কিভাবে মুক্তি রাস্তা খুঁজবেন সেটাই এখন বড় দায় হয়ে উঠেছে মানুষের কাছে। অনেকেরই চলে গিয়েছে চাকরি। সঞ্চয়ের ধনেই একমাত্র ভরসা তাদের। এর উপর ফের একবার বড় দুঃসংবাদ এস বি আই গ্রাহকদের জন্য। এবার এটিএম এবং চেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী মাসের ১ তারিখ অর্থাৎ পয়লা জুলাই থেকেই শুরু হতে যাচ্ছে এই নতুন নিয়ম। বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে অনেকটাই ক্ষতি সইতে হবে মধ্যবিত্ত সঞ্চয়ভোগীদের। এমনিতেই জমানো টাকার ক্ষেত্রে কমে যাচ্ছে সুদ। যা নিয়ে এই মুহূর্তে মাথায় হাত দেশবাসীর তার ওপর এই নিয়মের ফলে ফের একবার নিয়মের যাঁতাকলে টাকা খোয়াতে হবে গ্রাহকদের। অবশ্য শুধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় নিয়মে পরিবর্তন আনছে একাধিক ব্যাঙ্কই। যার ফলে ১ জুলাই থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম। এমনকি বদলাবে টিডিএস ও টিসিএসের নিয়মও।
এটিএম এর ক্ষেত্রে নতুন নিয়মঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা মাসে মাত্র চার বারই বিনামূল্যে এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন। এক মাসে চার বারের বেশি ব্যবহার করতে হলে প্রতিবারের জন্য ১৫ টাকা এবং তার অনুপাতে জিএসটি ব্যয় করতে হবে গ্রাহককে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পর্যন্ত আটবার বিনামূল্যে এটিএম পরিষেবা ব্যবহার করতে পারতেন একজন গ্রাহক। আর তার পরেই তাকে এটিএম ব্যবহারের জন্য টাকা দিতে হতো। কিন্তু এখন থেকে সেই সংখ্যাটি কমে দাঁড়ালো চারবারে। শুধু তাই নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে ১ জুলাই ২০২১ থেকে অন্য ব্যাংকের কোন গ্রাহক যদি স্টেট ব্যাঙ্কের এটিএম পরিষেবা ব্যবহার করেন, তাহলে তাকেও জিএসটি সহ ১৫ টাকা চার্জেস দিতে হবে।
চেকবুকের ক্ষেত্রে নতুন নিয়মঃ
শুধু এটিএম পরিষেবা ব্যবহারই নয় বদলালো চেকবুক ব্যবহারের নিয়মও। বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে, এখন থেকে একটি আর্থিক বছরে গ্রাহকরা কেবলমাত্র দশটি চেক বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তারপর থেকে পরিষেবা ব্যবহারের জন্য তাকে টাকা দিতে হবে। এরপর থেকে ১০ পাতার চেকবইয়ের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দিতে হবে ৪০ টাকা এবং জিএসটি এবং ২৫ পাতার চেক বই নিতে গেলে জমা দিতে হবে ৭৫ টাকা এবং জিএসটি। জরুরী ভিত্তিতে চেক বই নিতে গেলেও দিতে হবে অতিরিক্ত টাকা। সেক্ষেত্রে ১০ পাতার চেকবইয়ের জন্য দাম পড়বে ৫০ টাকা এবং জিএসটি।
১ জুলাই থেকে আর কোন ক্ষেত্রে আসছে কোন কোন পরিবর্তনঃ
★একদিকে যেমন যেমন বড়সড়ো পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তেমনি অন্যদিকে টিডিএসের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে সরকারও। জানানো হয়েছে ১ জুলাই থেকে যাদের টিডিএস বা টিসিএস ৫০০০০ টাকার বেশি হয়েছে তাদের ক্ষেত্রে শাস্তি দেওয়া শুরু করবে কেন্দ্র।
★ এছাড়া ১ জুলাই থেকে বদলে যাচ্ছে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড। কানাডা ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছে সিন্ডিকেট ব্যাঙ্ক। আর সেই কারণেই নতুন আইএফসি কোড পাবেন গ্রাহকরা।
★ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গিয়েছে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক। সেই সূত্র ধরে ১ জুলাই থেকে নতুন চেকবুক পাবেন গ্রাহকরা।
★এছাড়া ১ জুলাই থেকেই পরিবর্তন হয় এলপিজি গ্যাসের দাম। এখনো এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া না হলেও আগামীদিনের দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের