পাল্টাচ্ছে EPFO নিয়ম, বদল আসছে UPI’তেও! ১ তারিখ থেকে কী কী পরিবর্তন হচ্ছে জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সাল শেষের পথে। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শুরু হতে চলেছে ২০২৫। নতুন বছর শুরুর সাথে সাথে বদলে যেতে চলেছে (Rules Change) বেশ কিছু নিয়ম। গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই, একাধিক ক্ষেত্রের এই বদল সরাসরি প্রভাব ফেলবে আমার-আপনার জীবনে। আগামী ১ লা জানুয়ারি থেকে কোন কোন ক্ষেত্রে বদল আসছে জেনে নেব আজকের প্রতিবেদনে।

নতুন বছরে বদল আসছে (Rules Change) বিভিন্ন ক্ষেত্রে:

UPI 123 Pay: ইউপিআই বদলে দিয়েছে দেশের ডিজিটাল পেমেন্টের সংজ্ঞা। স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আরবিআই লঞ্চ করেছিল UPI 123 Pay সিস্টেম। আগামী ১ লা জানুয়ারি থেকে UPI 123 Pay ব্যবহার করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন সম্ভব হবে। এতদিন পর্যন্ত সেই সীমা ছিল ৫০০০ টাকা।

আরোও পড়ুন : উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা কার? এতদিনে মুখ খুললেন অর্পিতা! নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়

EPFO: পেনশনভোগীদের জন্য ১ লা জানুয়ারি থেকে EPFO কিছু পরিবর্তন আনতে চলেছে। পেনশন হোল্ডাররা ১ লা জানুয়ারি থেকে নিজেদের পেনশন তুলতে পারবেন দেশের যে কোনও ব্যাংকের শাখা থেকে। এই সুবিধার জন্য প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।

Rules Change

LPG সিলিন্ডার ও বিমান জ্বালানি: বিগত কয়েক মাস ধরে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে নতুন বছরে পরিবর্তন আসতে পারে এলপিজি সিলিন্ডারের দামে। পাশাপাশি নতুন বছরে বাড়তে পারে বিমান জ্বালানির দামও।

Farmer

কৃষি ঋণ: রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের সব ব্যাংক ১ লা জানুয়ারি থেকে কৃষকদের বিনা গ্যারান্টিতেই দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। গ্যারেন্টার ছাড়া এতদিন পর্যন্ত কৃষকরা ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতেন। সেই ঋণ পাওয়ার উর্ধ্বসীমায় বদল আসতে চলেছে নতুন বছর থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর