বাংলাহান্ট ডেস্ক : সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে প্রতি মাসে কিছু নিয়ম পরিবর্তন হয়। কখনও পরিবর্তিত হয় ব্যবহারের নিয়ম, আবার কখনো ওঠা-নামা করে নির্দিষ্ট পণ্যের দাম। এই নিয়ম পরিবর্তনগুলি সম্পর্কে আমাদের আগে থেকে জেনে রাখা উচিত। যদি আমরা বিষয়টি নিয়ে আগে থেকে অবগত না থাকি, তাহলে ভবিষ্যতের সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে বেশি। আগামী ১লা অক্টোবর থেকে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কিছু ক্ষেত্রে।
আরোও পড়ুন : এবার মনের মতো করে তৈরি করুন নিজের বাড়ি! গৃহ ঋণে বিরাট ভর্তুকি নিয়ে আসছে মোদি সরকার
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এমন কোন পাঁচটি পরিবর্তন আসতে চলেছে আগামী মাসের শুরু থেকে।
১. ২০০০ টাকার নোট: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে দিয়েছে। আপনার কাছে যদি ২০০০ টাকা নোট থেকে থাকে তাহলে সেটি ব্যাংকে জমা দিয়ে দিতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ১ অক্টোবর থেকে আর কোনও মূল্য থাকবে না ২০০০ টাকার নোটের।
২. ATF এর দাম পরিবর্তন: প্রতিমাসের শুরুতে এলপিজি-সিএনজি গ্যাসের দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। জ্বালানি কোম্পানিগুলি ঠিক তেমনভাবেই প্রতিমাসের শুরুতে পরিবর্তন করে ATF এর দাম। ১লা অক্টোবর ফের একবার দাম পরিবর্তন হতে পারে বায়ু জ্বালানীর (ATF) হার।
আরোও পড়ুন : আগামী মাস থেকে দিতে হবে অতিরিক্ত বিদ্যুৎ বিল! বৃদ্ধি পাচ্ছে ৫-৭ শতাংশ খরচ, মাথায় হাত আমজনতার
৩. বিদেশ ভ্রমণের খরচ: আপনি কি অক্টোবরে বিদেশ ভ্রমণ করার পরিকল্পনা করছেন? তাহলে আপনাকে বলে রাখি বাড়তে চলেছে বিদেশ ভ্রমণ করার খরচ। আগামী মাস থেকে ৫ শতাংশ টিসিএস দিতে হবে ৭ লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজে। ৭ লক্ষ টাকার উপরের ট্যুর প্যাকেজের জন্য ব্যয় করতে হবে ২০ শতাংশ টিসিএস।
৪. আধার লিংকের সময়সীমা: পিপিএফ, পোস্ট অফিস সেভিং স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনাকে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আধারের সাথে লিংক করাতে হবে। এই সময়ের মধ্যে আধার লিংক না করালে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ১ অক্টোবর থেকে। অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে আপনি কোনও রকম লেনদেন করতে পারবেন না।
৫. ব্যাংক বন্ধ: ব্যাংকে ১৬ দিনের ছুটি থাকতে চলেছে অক্টোবর মাসে। জাতীয় ছুটিগুলিতে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক। এছাড়াও রাজ্য অনুযায়ী স্থানীয় ছুটির দিন নির্দিষ্ট জোনে ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের ছুটির লিস্ট দেখার জন্য আরবিআই-এর ওয়েবসাইটে ভিজিট করুন।
৬. বার্থ সার্টিফিকেট : ১ অক্টোবর থেকে একটি নথিই কাফি। আর সেই নথি হল আপনার জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। সেই শংসপাত্রের গুরুত্ব আরও বাড়তে চলছে পরের মাসের পয়লা তারিখ থেকেই। যে কোনও সরকারি জায়গায় কাজের ক্ষেত্রে সেই নথিটি দেখালেই হয়ে যাবে সব কাজ। আর না দেখালে ভোগান্তি বাড়তে পারে।