বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র মাঝে একটা দিন। তারপরই শুরু হতে চলেছে মার্চ মাস। আগামী ১ মার্চ থেকে দেশের একাধিক ক্ষেত্রে আসতে পারে বড় বদল (Rules Change)। এই বদলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব অনেকসময়ই পড়ে আমজনতার উপর। আমাদের দেশে (India) আগামী মার্চ মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার, বিমান জ্বালানি, UPI সহ কোন কোন ক্ষেত্রে কী কী বদল (Rules Change) আসতে চলেছে সেটাই একনজরে দেখে নেব আজকের প্রতিবেদনে।
নিয়ম বদল (Rules Change) হচ্ছে মার্চ মাসেই
• এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) : আগামী ১লা মার্চ থেকে পরিবর্তন আসতে পারে এয়ার টারবাইন ফুয়েলের (এটিএফ) দামে। যদি এয়ার টারবাইন ফুয়েলের দাম কমে তাহলে স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমতে পারে বিমান ভাড়া। গত কয়েকমাসে আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও কমেছে এটিএফের দাম। আগামী মার্চ মাসে বিমান জ্বালানির দাম কমে কিনা সেই দিকেই নজর রাখছেন বিমান যাত্রীরা।
আরোও পড়ুন : প্রথমবারে ১ নম্বরের জন্য হন ব্যর্থ! দমে না গিয়ে UPSC-তেই বাজিমাত করলেন নাম্বি
• UPI: বর্তমানে গোটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে UPI পেমেন্ট সিস্টেম। Bima-ASB (অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট) নামক একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে UPI মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে বিমা গ্রাহকরা আরও সহজেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন বিমা প্রিমিয়াম।
আরোও পড়ুন : হয়ে গেল কনফার্ম! এই তারকা প্লেয়ারকেই অধিনায়ক করতে চলেছে KKR
• LPG সিলিন্ডারের দাম: প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের সংশোধিত দাম ঘোষণা করে থাকে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। গত ১লা ফেব্রুয়ারি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পায় ৭টাকা করে। আগামী মাসে গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা বাড়বে না কমবে সেই দিকেই তাকিয়ে দেশবাসী।
• ব্যাংকের ছুটি : মার্চ মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপশি মার্চ মাসে রয়েছে একাধিক পার্বণ ও উপলক্ষ্য। অন্যদিকে, ৩১ মার্চ ইদলফিতরের ছুটি থাকলেও, সেদিন ব্যাংক ক্লোজিং ডে থাকায় সেই ছুটি বাতিল করা হয়েছে।
• মিউচুয়াল ফান্ডের মনোনয়ন: ডিম্যাট বা মিউচুয়াল ফান্ড ফোলিওতে সর্বাধিক ১০ জন মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে আগামী মাস থেকে। বাজার নিয়ন্ত্রক SEBI-এর নমিনি সংক্রান্ত নতুন নির্দেশিকা কার্যকর করা হতে পারে ১লা মার্চ, ২০২৫ থেকে। দাবিহীন সম্পদ হ্রাস ও স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নীতি গ্রহণ করেছে SEBI।