রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকিং! ১ জানুয়ারি থেকে বদলাতে চলেছে এই ৫ টি নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : শেষ হতে চলেছে ২০২২। আর কিছু ঘন্টা পর আমরা স্বাগত জানাব ২০২৩ কে। কিন্তু ২০২৩ এর প্রথম দিন থেকেই আমার আপনার জীবনের সাথে জড়িত কিছু জিনিসে আসতে চলেছে বড় পরিবর্তন। গৃহস্থের জিনিস থেকে গাড়ি, বড় ছয়টি পরিবর্তন ঘটছে আগামীকাল থেকেই। সিলিন্ডারের দাম কিংবা ব্যাংকের লকারের নিয়ম, পরিবর্তন হচ্ছে বহু কিছুতে।

ব্যাংকের লকারে নিয়ম পরিবর্তন: ১ লা জানুয়ারি ২০২৩ থেকে ব্যাংকের লকার সম্পর্কিত কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মর্মে নির্দেশও পাঠিয়েছে ব্যাঙ্কগুলিকে। আরবিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাংকগুলো এখন থেকে লকারের ব্যাপারে গ্রাহকদের সাথে কোনরকম স্বেচ্ছাচারিতা করতে পারবেনা। এরফলে দায়িত্ব বাড়বে ব্যাংকের। ব্যাংকের লকারে রাখা কোন জিনিসের ক্ষতি হলে সেই ক্ষতির দায়ভার ব্যাংকের উপরেই বর্তাবে।

   

দাম পরিবর্তন এলপিজির: প্রতি মাসের প্রথম দিকে বিভিন্ন সংস্থা এলপিজি গ্যাসের দাম সংশোধন করে। জানা যাচ্ছে, এলপিজি সিলিন্ডার, সিএনজি, পিএনজির দাম নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে ১লা জানুয়ারি। সাম্প্রতিক সময় দাম কমেছে অপরিশোধিত তেলের। তাই সাধারণ মানুষ আশা করছে দেশে গ্যাসের পাশাপাশি দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের।

গাড়ি কেনার জন্য বৃদ্ধি পাবে খরচ: যারা আগামী বছর নতুন গাড়ি কিনতে আগ্রহী তাদের জন্য দুঃসংবাদ। আগামী বছর থেকে গাড়ি কেনার জন্য আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হতে পারে। জানা যাচ্ছে, আগামী বছরের প্রথম দিকেই দাম বাড়তে চলেছে মারুতি সুজুকি, এমজি মোটরস, হুন্ডাই, রেনো, অডির মত কোম্পানির গাড়িগুলির। ইতিমধ্যেই টাটা ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে তাদের বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করে ফেলেছে।

নিয়ম পরিবর্তন এইচডিএফসি ক্রেডিট কার্ডে: আগামীকাল থেকে কিছু নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি ক্রেডিট কার্ড কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, এইচডিএফসি ক্রেডিট কার্ডে অর্থ প্রদানের জন্য প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট এর নিয়মে আসতে চলেছে পরিবর্তন।

জিএসটি ই-ইনভয়েসিং বা ইলেকট্রিক বিলের নিয়ম: বছরের শুরুতেই বদলে যাচ্ছে জিএসটি ই-ইনভয়েসিং বা ইলেকট্রিক বিলের নিয়ম। ২০ কোটি টাকার সীমা কমিয়ে ৫ কোটি টাকা করা হয়েছে ই-ইনভয়েসিং এর জন্য। অর্থাৎ যে সকল ব্যবসায়ী বার্ষিক ৫ কোটি টাকার অধিক ব্যবসা করেন তাদেরকে তৈরি করতে হবে ইলেকট্রনিক বিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর