রাম মন্দিরে যাওয়া প্ল্যান থাকলে আগেই হন সতর্ক, এই নিয়মগুলি না মানলে পড়বেন মহা বিপদে

বাংলাহান্ট ডেস্ক: নতুনভাবে সেজে উঠেছে অযোধ্যা নগরী। আগামী ২২ শে জানুয়ারি সেই মহেন্দ্রক্ষন। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেদিন। মন্দির উদ্বোধন ঘিরে এখন উন্মাদনা গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই অনুষ্ঠান আয়োজনের শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

প্রশাসনের তরফ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মন্দিরের জন্য। যদিও সাধারণ ভক্তরা ওই দিন প্রবেশ করতে পারবেন না মন্দিরে। আমন্ত্রণপত্র নিয়ে শুধুমাত্র অতিথিরা ২২ তারিখ রাম মন্দিরের প্রবেশের অনুমতি পাবেন। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই শুধু প্রবেশাধিকার পাবেন মন্দিরে।

   

আরোও পড়ুন : পা বাদ গেছে ক্যান্সারে! তবু দেখতেই হবে রাম মন্দির, সাইকেলেই অযোধ্যা ছুটছে গোবরডাঙার সৌমিক

বিশেষ কিছু নিয়ম রয়েছে প্রাণ প্রতিষ্ঠার দিন। অতিথিদের সকলকে বেলা ১১ঃ০০ টার মধ্যে ঢুকে যেতে হবে মন্দিরের মধ্যে। অতিথিদের তালিকায় নাম নেই এমন সাধুসন্তরাও প্রবেশ করতে পারবেন না মন্দিরের ভিতরে। এছাড়াও অতিথিরা পরিচারক বা দেহরক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না মন্দিরে।

আরোও পড়ুন : ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবার কলকাতায়! ২১৯ কোটি ব্যয়ে নিউটাউনে হচ্ছে ৩৮ তলার ‘ভার্টিকয়াল সিটি’

ওই দিন যদি সাধুসন্তরা রামলালাকে দর্শন করতে চান তাহলে প্রধানমন্ত্রীর প্রস্থানের পরই সেই সুযোগ পাবেন।এছাড়াও উদ্বোধনের পর যারা বছরের অন্যান্য সময় রামলালাকে দর্শন করতে যাবেন তাদের জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। এছাড়াও মন্দিরে প্রবেশ করা যাবে না রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম নিয়ে।

মন্দিরের ভেতর কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরার মতো যেকোনো ধরনের ইলেকট্রনিক দ্রব্য। কোনও ধরনের খাবার নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। সাথে করে খাবার নিয়ে গেলে তা মন্দিরের বাইরে জমা দিতে হবে। কঠোরভাবে মানতে হবে এই নিয়মগুলো।

ram mandir

মন্দিরের ভেতর খাদ্য গ্রহণ করা যাবে না। অনেকেই কোনও মন্দিরে পুজো দিতে গেলে সাথে করে থালা ও অন্যান্য ফল-ফুল নিয়ে যান। তবে রাম মন্দিরে কঠোর ভাবে নিষিদ্ধ পুজোর উপকরণ যেমন সিঁদুর, ফুল, পাতা, জল, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি। এই জিনিসগুলি আপনারা বহন করলে ঢুকতে দেওয়া হবে না মন্দিরে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর