বিকাশ দুবের এনকাউন্টারকে ঘিরে বাড়ছে জল্পনা, বয়ানে অসংগতি দেখা গিচ্ছে পুলিশ আধিকারিকদের

Published On:

বাংলাহান্ট দেস্কঃ কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের (Bikash Dubey) মৃত্যুর পর বিভিন্ন রকম রহস্য দানা বাঁধছে। বয়ানে অসংগতি মিলছে পুলিশ আধিকারিকদের। এক এক সময় এক এক রকম কথা বলে, নিজেরাই খেই হারিয়ে ফেলছেন। যার ফলেই আরও জোরালো হচ্ছে রহস্য।

এনকাউন্টার করা হয় বিকাশ দুবেকে
আট পুলিশ কর্মীকে হত্যার পর ফেরার হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। সেই থেকে চলছিল চিরুনি তল্লাশি। গতকাল মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ দুবেকে। কিন্তু গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর এনকাউন্টার করা হয়। আর এই ঘটনাকে ঘিরেই সন্দেহ সৃষ্টি হয়েছে।

কানপুর পুলিশের বয়ান
কানপুরের এসএসপি দীনেশ কুমার পি জানিয়েছিলেন, পুলিশ কনভয়ে বিকাশ দুবেকে নিয়ে আসার সময়ে তাঁদের গাড়ির পেছনে বেশ কয়েকটি গাড়ি ধাওয়া করেছিল। পুলিশের কনভয় অনুসরণ করে তারা বহু দূর যায়। যে কারণেই দ্রুত গাড়ি চালাতে থাকে পুলিশ আধিকারিকরা। কিন্তু সেই সময় বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় তাঁদের গাড়ি উল্টে যায়। সেই সময় বিকাশ দুবে পালানোর চেষ্টা করে। তাঁকে আত্মসম্পর্ণ করতে বললে, উল্টে গুলি চালায় সে। সেই সময় পুলিশের এনকাউন্টারে মারা যায় কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে।

ইউপি এসটিএফর বিবৃতি
কিন্তু কানপুরের এসএসপির কথার সাথে মিলল না ইউপি এসটিএফর বিবৃতি। তারা জানিয়েছে, এসটিএফ উত্তর প্রদেশের লখনউয়ের একটি পুলিশের দল পুলিশ উপ-সুপার তেজ বাহাদুর সিংয়ের নেতৃত্বে অভিযুক্ত বিকাশ দুবেকে নিয়ে আসছিল। কানপুর নগর জেলার সচেণ্ডী থানা এলাকার কানহাইয়া লাল হাসপাতালের সামনে আচমকাই রাস্তায় গরু এবং মহিষের একটি পাল চলে আসে। যার ফলে চালক গাড়ি সামলাতে না পেরে প্রাণীদের বাঁচাতে ঘটে যায় একটি দুর্ঘটনা। এই ঘটনায় আহত হন পুলিশ আধিকারিকরা।

সেই সময়কে কাজে লাগিয়ে গাড়ি থেকে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। এবং সেখানেই তাঁকে এনকাউন্টার করা হয়। দুপক্ষের কথায় মিল না থাকায় বিকাশ দুবের মৃত্যু নিয়ে ক্রমশই জল ঘোলা হচ্ছে।

সম্পর্কিত খবর

X