এই পাকিস্তানি ক্রিকেটারকেই বিয়ে করছেন তমন্না? অভিনেত্রীর ছবি ভাইরাল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানি (pakistan) ক্রিকেট খেলোয়াড় আব্দুল রজ্জাকের (abdul razzaq) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah bhatia)। ওই ক্রিকেটারকেই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সিনেপাড়ার অলিতে গলিতে। দুজনের একসঙ্গে একটি ছবি হঠাৎ ভাইরাল হওয়ার পরেই ছড়িয়ে পড়ে তমন্নার বিয়ের গুঞ্জন।

Tamannaah Bhatia 1280x720 1
এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানান, এ সব খবরই ভুয়ো। আব্দুল রজ্জাকের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর। তাঁরা শুধুই ভাল বন্ধু। আর বন্ধুত্ব থাকলেই যে বিয়ে করতে হবে এমন কোনও মানে নেই।

https://www.instagram.com/p/B_Z6JNmJX9k/?igshid=9ksqxys11tge

https://www.instagram.com/p/B_gs0YIJP8S/?igshid=bmr7tjqwntm7

তমন্না আরও জানান, যে ছবিটি ভাইরাল হয়েছে তা দুবাইতে থাকাকালীন তোলা। এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে এসেছিলেন রজ্জাকও। সেখান থেকেই দুজনের আলাপ। এরপরেই তাঁদের ঘিরে শুরু হয় বিয়ের গুঞ্জন। কিন্তু তমন্না স্পষ্ট জানান, তিনি সিঙ্গল হয়ে খুব ভাল আছেন। এখনই বিয়ের কথা ভাবতে চান না।

https://www.instagram.com/p/B-gvs3bpASY/?igshid=7zfksh54m3if

https://www.instagram.com/p/B_XRuDppKxH/?igshid=1hwfylwzir8s7

এর আগেও ২০১৭তে একটি সোনার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল তমন্না ও রজ্জাককে। সেই সময়েও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। শুধু পাকিস্তানি ক্রিকেটার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসকের সঙ্গেও তমন্নার সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছিল। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কখনও অভিনেতা, কখনও ক্রিকেটার আবার কখনও চিকিৎসকের সঙ্গে জড়িয়ে গুজব শোনা যাচ্ছে তাঁর নামে। এর কোনও কিছুরই কোনও সত‍্যতা নেই।

https://www.instagram.com/tv/B-ZwsfZpVgo/?igshid=bdet1smgry0y

প্রসঙ্গত, বলিউডে্ তমন্নার প্রথম ছবি হিম্মতওয়ালে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। তবে বক্সঅফিসে সেই ছবি তেমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু বাহুবলী ছবির পরেই কেরিয়ার গ্রাফ চড়তে থাকে তমন্নার। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর