বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় (Serial) কান পাতলে কত ধরণের গুঞ্জনই না শোনা যায়। প্রেমের গুঞ্জনের পাশাপাশি ভেসে আসে মন কষাকষির গুঞ্জনও। আসলে একসঙ্গে কাজ করতে গিয়ে দীর্ঘ সময় একসঙ্গে কাটান সহকর্মীরা। এই কাজের ফাঁকে দুটো মন যেমন কাছাকাছি আসে, তেমনি আবার ভুল বোঝাবুঝিতে দূরেও সরে যায়। এর বহু উদাহরণ বহুবার দেখা গিয়েছে।
ফের সিরিয়ালে (Serial) প্রেমের গুঞ্জন
বর্তমানে বাংলা টেলিভিশনে চ্যানেলের সংখ্যা একাধিক। সেখানে সিরিয়ালের (Serial) সংখ্যাও কম নয়। মাঝে মাঝেই এই সমস্ত ধারাবাহিক থেকে নানান গুঞ্জন ভেসে আসে। এর আগে একাধিক সিরিয়ালের (Serial) সহকর্মীদের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল।
রটেছে সম্পর্কের গুঞ্জন: টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন। বর্তমানে অবশ্য সিরিয়ালে (Serial) তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বেড়েছে দূরত্ব। কিন্তু বাস্তবে নাকি পরস্পরের মধ্যে ক্রমেই দৃঢ় হচ্ছে বন্ধন। কথা হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘গৃহপ্রবেশ’ নিয়ে। স্টুডিও পাড়ায় তীব্র গুঞ্জন, বাস্তব জীবনেও প্রেম করছেন আদৃত শুভলক্ষ্মী ওরফে সুস্মিত মুখোপাধ্যায় এবং ঊষসী রায়।
আরও পড়ুন : আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেবচন্দ্রিমার, দেওয়ালে ঠেকেছে পিঠ, এবার বড়সড় ক্ষতি হয়ে গেল সায়ন্তর
কেন এমন রটনা: নায়িকা যদিও এর আগে গুঞ্জন অস্বীকার করেছেন, আর এবার দোলে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল গুঞ্জন। রঙের উৎসবে আবিরে রাঙা হয়ে অভিনেত্রী (Serial) লিখলেন, তিনি ‘বাসনা বিলাসী’ হয়েছেন। আসলে দোল উপলক্ষে বেশ কিছু রঙিন ছবি শেয়ার করেছেন ঊষসী। সঙ্গে গানের লাইন ধার করে লিখেছেন, ‘হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী’। মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁর ছবিগুলি। নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন ঊষসীকে।
আরও পড়ুন : সিরিয়ালে বিচ্ছেদ, বাস্তবে গদগদ প্রেম! সেটেই সম্পর্কে জড়ালেন জলসার মেগার নায়ক নায়িকা!
প্রসঙ্গত, এর আগে সুস্মিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ঊষসী বলেছিলেন, যাঁকে নিয়ে এতদিন গুঞ্জন রটেছিল, সেটা তবে চাপা পড়েছে এখন। কিছু না করেও বহুবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে নুসরত জাহানের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে নাম জড়িয়েছিল ঊষসীর। সেবারেও গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি।