বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করে এগিয়েছে বিজেপি (bjp)। বাংলা জয়ের উদ্দেশে রীতিমতো কঠোর পরিশ্রম করেছে গেরুয়া শিবির। নিয়ম করে রাজ্যে এসে সভা করেছেন বিজেপির তাবড় নেতা নেত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরাও। কিন্তু কার্যক্ষেত্রে লাভ কিছুই হয়নি। এই নিয়ে তৃতীয় বার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েলদের ‘নগরীর নটী’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। এবার মুখ খুললেন বিজেপির তারকা সদস্য অভিনেত্রী রূপা ভট্টাচার্য (rupa bhattacharjee)। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নগরের নটী বা শিল্পীদের রগড়ে দেওয়ার মতো কুরুচিকর মন্তব্য নিয়ে কার্যত বিষ্ফোরণ ঘটালেন তিনি।
পরপর কয়েকটি টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন রূপা। দিল্লির নেতা মন্ত্রীদের থেকে শুরু করে রাজ্যের নেতৃত্ব কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি। পাশাপাশি বিভিন্ন কুরুচিকর মন্তব্যেথ বিরুদ্ধেও রুখে দাঁড়াতে দেখা গিয়েছে রূপাকে। দলের মধ্যে থেকেই দলীয় নেতৃত্বদের কটাক্ষ করায় অভিনেত্রীর সাহসের প্রশংসা করেছেন অনেকে।
দলীয় নেতৃত্বদের একহাত নিয়ে রূপা লিখেছেন, ‘ভোটের আগে যে নেতা মন্ত্রীরা দিল্লী থেকে রোজ আসতেন আজ তারা কোথায় ?কর্মীদের ব্যবহার করছেন জীবিত বা মৃত?আপনাদের তেল মেরে বরাবর নিজেদের আখের গুছিয়েছে এখানকার কিছু নেতা।আর মরেছে কর্মীরা।যারা নিজের কর্মীদের পাশে থাকে না তারা মানুষের পাশে থাকবে? কর্মীরা আর আপনাদের বিশ্বাস করবে তো??’
ভোটের আগে যে নেতা মন্ত্রীরা দিল্লী থেকে রোজ আসতেন আজ তারা কোথায় ?কর্মীদের ব্যবহার করছেন জীবিত বা মৃত?আপনাদের তেল মেরে বরাবর নিজেদের আখের গুছিয়েছে এখানকার কিছু নেতা।আর মরেছে কর্মীরা।যারা নিজের কর্মীদের পাশে থাকে না তারা মানুষের পাশে থাকবে?
কর্মীরা আর আপনাদের বিশ্বাস করবে তো??— Rupalli Batacharjii (@ReelnRealRupa) May 5, 2021
অপর আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘বর্গী এলো দেশে। বুলবুলির ধান খেয়ে চলে গেলো।তার খাজনা এখন কর্মীরা দিচ্ছে। ঠান্ডা ঘরে রাজ্য নেতারা ধর্ণা দিচ্ছেন। যাদের আশেপাশে নিরাপত্তা তারা কেন ঘরে?পদাধিকারী?MP?MLA?আর কোথায় দলে থেকে মানুষের জন্য কাজ করতে নাপারা হেরো প্রার্থীরা?ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নেবে এবার কর্মীরাই।’
বর্গী এলো দেশে।বুলবুলির ধান খেয়ে চলে গেলো।তার খাজনা এখন কর্মীরা দিচ্ছে।
ঠান্ডা ঘরে রাজ্য নেতারা ধর্ণা দিচ্ছেন।যাদের আশেপাশে security তারা কেন ঘরে?পদাধিকারী?MP?MLA?আর কোথায় দলে থেকে মানুষের জন্য কাজ করতে নাপারা হেরো প্রার্থীরা?ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নেবে এবার কর্মীরাই।— Rupalli Batacharjii (@ReelnRealRupa) May 5, 2021
এখানেই শেষ নয়, নাম না করে দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ বা তথাগত রায়ের ‘নগরের নটী’ মন্তব্যের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রী আরো বলেছেন, বাংলায় উত্তরপ্রদেশ বা বিহার মডেল চলবে না। বাংলার জন্য আলাদা পরিকল্পনা চাই।