BanglaHunt,বাসন্তী ঃ ভারতবর্ষ তথা বিশ্বের কাছে সমস্ত বাঙালি কে হাসির পাত্র করে তুলেছে তৃনমূল সরকার । জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর ভোট প্রচারে এসে এমনিই বার্তা ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলী ।
আজ রবিবারীয় ভোট প্রচারে দঃ ২৪ পরগনা বাসন্তীর বাজার সহ বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়ী করে ভোট প্রচার করেন তিনি ।
যেখানে কয়েক হাজার বিজেপি কর্মী আটো ও টোটো করে এই ভোট প্রচারে অংশ নেন ।
বিজেপি রাজ্যসভার সাংসদ গঙ্গোপাধ্যায় বলেন বাংলায় একটাও বড় শিল্প নেই এবং যে কটা শিল্প আছে তা শাসক দল অত্যাচারে তারা রাজ্য ছেড়ে পালাচ্ছেন। দেশে বিজেপি শাসিত রাজ্য গুলো চাষবাস, স্বাস্থ্য, শিক্ষা সব থেকে উন্নত হল।
বাংলায় সেখানে গনতন্ত্র পরিবেশ নষ্ট করা হয়েছে। এখানে মানুষের গণতান্ত্রিক ভোট দিতে দেয় না শাসক দল তাই তৃনমূলকে একটি ভোট না দেওয়ার আবেদন করেন।