বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথার জন্য রাজনৈতিক মহলে আলাদা পরিচয় রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly)। এমনকি দলের অভ্যন্তরেও তাঁকে সমঝেই চলেন অন্যান্যরা। তা সত্ত্বেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিকে কি বিদায় জানাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়?
হঠাৎ এমন প্রশ্ন ওঠার কারণ কী? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রূপা একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘রাজনীতিতে না আসলে জানাই হত না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ’। আচমকা এমন উপলব্ধির কারণ কী? অনেকে সন্দেহ করছেন, সম্ভবত এবার রাজনীতি ছেড়ে দিতে চলেছেন রূপা।
অনেকে আবার দাবি করেছেন, বিজেপি নেত্রী দলের অন্তর্দ্বন্দ্বের জন্যই সরব হয়েছেন। যদিও সবার ধারণা ভুল প্রমাণ করে রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এসব কিছুই তিনি করছেন না। নিজের পোস্টেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।
নিজের পোস্টে স্পষ্ট সুরে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন যে রাজনীতিতে এলেন কেন তিনি। কেউ আসে কিছু করতে আর কেউ কেউ আসে কিছু হতে। তিনি স্বেচ্ছায় এসেছিলেন রাজনীতিতে কিছু করতে। আর তিনি বিজেপির একজন কার্যকর্তা হতে পেরে গর্বিত। তা সত্ত্বেও হঠাৎ কেন এই পোস্ট করেছেন রূপা তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।
প্রসঙ্গত, রাজনীতির সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের যোগ। বহুদিন ধরে তিনি যুক্ত রয়েছেন গেরুয়া শিবিরের সঙ্গে। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায়। প্রথম থেকেই সক্রিয় সদস্য হিসাবে দেখা গিয়েছে তাঁকে। রাস্তায় নেমে রাজনীতি করেছেন রূপা। ২০১৬ তে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সে বছরেই বিজেপির রাজ্যসভার সাংসদ হন রূপা গঙ্গোপাধ্যায়।