রূপার ছেড়ে যাওয়াই হল কাল, এক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্টার জলসার (Star Jalsa) মেগা ধারাবাহিক ‘মেয়েবেলা’র (Meyebela)। আচমকাই এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। আর সেই থেকেই শুরু হয়েছে এই ধারাবাহিক নিয়ে চর্চা।

রূপা গঙ্গোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস। যদিও বীথির চরিত্রে এই অভিনেত্রীকে কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। টিআরপি তালিকাতেও পড়ছে সেই প্রভাব। আবার মাত্র কয়েকদিন আগেই কেড়ে নেওয়া হয়েছে এই ধারাবাহিকের স্লট।

meyebela

হ্যাঁ ঠিকই দেখেছেন। দিন কয়েক আগেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে আগামী ১২ তারিখ থেকে সন্ধ্যা  ৭.৩০ অর্থাৎ ‘মেয়েবেলা’র স্লটে দেখা যাবে অন্বেষা হাজরার আসন্ন মেগা ‘সন্ধ্যাতারা’। আর সেই থেকেই ‘মেয়েবেলা’র ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন জেগেছে সিরিয়ালপ্রেমীদের মনে।

এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হয়নি। টেলিপাড়ায় গুঞ্জন, এবার হয়তো বন্ধের পথে এগিয়ে যাচ্ছে এই সিরিয়াল। এই সিদ্ধান্তই নাকি নেওয়া হয়েছে সুরিন্দর ফিল্মসের তরফে। যদিও গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে চ্যানেল বা প্রযোজনা সংস্থা।

Meyebela

সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই রেগে আগুন ‘মেয়েবেলা’ ভক্তরা। অনেকেরই মতে, কোন কিছু ভাল সহ্য হয় না স্টার জলসার। আসলে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের নির্মাতাদের অন্য স্লটে মেগা চালানোর অফার দিয়েছিল চ্যানেল। আর তাতে নাকি রাজি হননি নির্মাতারা।

জানা যাচ্ছে, এই মুহূর্তে কাঙ্খিত কোন স্লট ‘মেয়েবেলা’র জন্য বরাদ্দ করতে পারবেনা চ্যানেল। বিকেল ৫ এবং রাত ১১ ছাড়া অন্য কোন স্লট ফাঁকা নেই চ্যানেলের। আর এই টাইম দুটি মোটেই পছন্দ নয় নির্মাতাদের। আর সেই কারণেই মাত্র পাঁচ মাস পথ চলার পরেই বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই মেগা। শোনা যাচ্ছে, ১১ই জুন শেষ সম্প্রচারিত হবে এই সিরিয়াল। সত্যিই এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে নাকি নয়া ধামাকা নিয়ে হাজির হবেন নির্মাতারা এখন সেটাই দেখার।

additiya

সম্পর্কিত খবর