‘মায়ের অনুপস্থিতিতে বাবার সঙ্গে…’, লাগাতার কুৎসায় সৎ মেয়ের বিরুদ্ধে বিষ্ফোরক পদক্ষেপ রূপালির

বাংলাহান্ট ডেস্ক : সৎ মা বনাম মেয়ের লড়াই এবার বাস্তবে। বিগত কয়েক দিন ধরে লাগাতার চর্চায় রয়েছেন ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) এবং তাঁর সৎ মেয়ে এষা বর্মা। সৎ মায়ের বিরুদ্ধে একের পর এক বিষ্ফোরক অভিযোগ আনতে দেখা গিয়েছে তাঁকে। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর মৃতা মায়ের সঙ্গে বাবার দাম্পত্য সম্পর্ক থাকার সময়ই পরকীয়া করেন রূপালি (Rupali Ganguly)। এমনকি অভিনেত্রীর মানসিক সমস্যা আছে বলেও অভিযোগ করেছিলেন এষা। এতদিন চুপ থাকার পর এবার পালটা চাল দিলেন রূপালি।

রূপালির (Rupali Ganguly) বিরুদ্ধে বিষ্ফোরক সৎ মেয়ে

কিছুদিন আগেই এষার চার বছর আগে করা পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই রেশ টেনে ফের সৎ মা রূপালির (Rupali Ganguly) বিরুদ্ধে ফেটে পড়েন এষা। তিনি অভিযোগ করেন, তাঁর মা যখন বাড়িতে থাকতেন না তখন নাকি তাঁর বাবার সঙ্গে বাড়িতে একান্ত সময় কাটাতেন রূপালি। কখনো তিনি অভিযোগ করেন, তাঁর মাকে শারীরিক আঘাত করেছিলেন অভিনেত্রী। এমনকি তাঁর মৃতা মায়ের গয়না চুরি করার মতো গুরুতর অভিযোগও আনেন এষা।

Rupali Ganguly took big step against step daughter

এষার বিরুদ্ধে আইনি পদক্ষেপ রূপালির: এতদিন ধরে এষার লাগাতার অভিযোগের তীর উড়ে আসা সত্ত্বেও অদ্ভূত ভাবে চুপ ছিলেন রূপালি (Rupali Ganguly)। সোশ্যাল মিডিয়ায় তো দূর, সংবাদ মাধ্যমের কাছেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। এবার তিনি নড়েচড়ে বসলেন। মুখে নয়, সরাসরি মেয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন রূপালি (Rupali Ganguly)। সৎ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি।

আরো পড়ুন : বুকের উপরে একটুকরো পাতলা কাপড়, উন্মুক্ত বেবিবাম্প, গর্ভাবস্থার এ কেমন ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী!

মা মেয়ের ঝামেলা এবার আদালতে: মঙ্গলবার রূপালির আইনজীবী দাবি করেন, এষা নিজে লাইমলাইটে আসতে সোশ্যাল মিডিয়ায় সৎ মায়ের নামে কুৎসা রটাচ্ছিলেন। রূপালি (Rupali Ganguly) দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে সুনাম বজায় রেখেছেন। কিন্তু এষার এহেন কুৎসায় তাঁর সামাজিক এবং পেশাগত সুনাম নষ্ট হচ্ছে। তিনি নিজেও মানসিক ভাবে আঘাত পাচ্ছেন। এরপরেও যদি তিনি নীরব থাকেন তবে তাতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। সেই কারণে সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রুপালি (Rupali Ganguly)।

আরো পড়ুন : আর নেই চিন্তা, এবার সরকারের টাকায় কেনা যাবে বিরল রোগের ওষুধ! বড় পদক্ষেপ কেন্দ্রের

উল্লেখ্য, অশ্বিন বর্মার তৃতীয় স্ত্রী হলেন রূপালি। এষা তাঁর দ্বিতীয় বিয়ের সন্তান। এষার অভিযোগ অনুযায়ী, তাঁর মায়ের সঙ্গে সংসার করার সময়ই রূপালি তাঁর বাবার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। তবে এই বিতর্কে এষার বাবা দাঁড়িয়েছেন স্ত্রী রূপালির পাশেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর