রক-মেলোডির যুগলবন্দি, অরিজিৎকে পাশে নিয়ে বিরাট সুখবর দিলেন রূপম ইসলাম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন ধরেই তাঁদের নাম ঘুরপাক খাচ্ছে সংবাদ মাধ্যমে। তার অবশ্য সঙ্গত কারণ রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি কলকাতাবাসী কার্যত সুরের জোয়ারে ভেসেছে। অরিজিৎ সিংয়ের গান শুনতে গিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। সেখানে অপ্রত্যাশিত ভাবে উপরি পাওনা হয়েছে রূপম ইসলামের গান। অরিজিৎ গিটার বাজাচ্ছেন আর রূপম গান গাইছেন, এই মুহূর্তের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

অরিজিতের কনসার্টে রূপমের গান শোনার পর থেকেই দুই সঙ্গীতশিল্পীকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করে চলেছেন নেটনাগরিক এবং তাদের ভক্তরা। অবশেষে সমস্ত সঙ্গীতানুরাগীদের ডাকে সাড়া দিয়ে বিশেষ ঘোষণা করলেন রূপম এবং অরিজিৎ। বলিউড গায়ককে পাশে নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি যা নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ায়।

arijit rupam islam

ভিডিওতে রূপমের পাশে দাঁড়িয়ে গিটারে একটি সুর বাজাতে দেখা যাচ্ছে অরিজিৎকে। রূপম বলতে থাকেন, কিছুদিন আগে অরিজিতের কনসার্টে তাঁরা একসঙ্গে একটি গান গেয়েছিলেন। সেটা প্ল্যান করা ছিল না। কিন্তু তাঁরা যে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এখন সেটা অনেকদিন ধরে প্ল্যানিং করা হয়েছে, যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন, কাজও করবেন হয়তো।

অনেকে নাকি তাঁকে ওই কনসার্টের পর জিজ্ঞাসাও করেছেন, জানালেন রূপম। অরিজিতের কী বক্তব্য? সঙ্গে সঙ্গে গায়কের উত্তর, অবশ্যই করব। কনসার্টের পর গলা বসে গিয়েছে অরিজিতের। গিটারে রূপমের একটি গান বাজিয়ে শোনালেন তিনি। দু কলি গেয়েও দিলেন ফসিলস শিল্পী। কিন্তু আর না, ভিডিও বেশি বড় করতে চাননি রূপম। পরে কথা হবে বলে অনুরাগীদের সাসপেন্স বহুগুণে বাড়িয়ে দিয়েছেন দুজনেই।

arijit rupam

অরিজিৎ এবং রূপম দুজনেই বাঙালির মনের বড্ড কাছের। দুজনকে এক মঞ্চে দেখার, একসঙ্গে গাওয়া গান শোনার ইচ্ছা সবার বহুদিনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। কবে কীভাবে পূরণ হবে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

সম্পর্কিত খবর

X