বাংলাহান্ট ডেস্ক : বাংলার রক মিউজিকে রুপম ইসলাম এক মহীরুহের নাম। গোটা দেশ এমনকি বিশ্বজুড়ে রয়েছে তার লক্ষ লক্ষ ভক্ত। তবে গত কয়েক সপ্তাহ ধরে বিখ্যাত এই রকস্টার জড়িয়েছেন বিতর্কে। অনুষ্ঠান শেষে ভক্তের সেলফি নেওয়ার আবেদনের জবাবে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেন শিল্পী।
যদিও তারপর রুপম বলেন যে তিনি মন থেকে যা আসে তাই বলেন। তার ভিতরে বা বাইরের কোনও পার্থক্য নেই। কিছুদিন আগেই ছিল রুপম ইসলামের জন্মদিন। জন্মদিনের দিন অসংখ্য ভক্ত কেক নিয়ে হাজির হয়েছিলেন শিল্পীর বাড়িতে। সেখানে রূপম ইসলাম ভক্তদের সাথে মন খুলে কথা বললেন।
রুপম ইসলামকে বলতে শোনা যায়, ‘আমি দেওয়ার পর থেকে ওটাই বিখ্যাত হয়ে গেছে। বাংলায় কিন্তু আরও কুৎসিত কুৎসিত গালাগালি আছে। আমি কিন্তু সেইসব দেই না। আমি এটাই দেই কারণ এটা আমার বাবা দিতেন। এটা পৈত্রিক সূত্রে পেয়েছি। এবার আমি যদি খারাপ হই, আমার বাবা খারাপ। আমার বাবা যদি খারাপ হন, তাহলে আমি যেখান থেকে আসছি সেটা খারাপ। তাহলে পুরোটাই খারাপ।’
আরোও পড়ুন : চেয়েছিলেন ছেলে হোক, পরপর জন্ম নিয়েছিল ৭ মেয়ে! সেই ‘কন্যাদায়গ্রস্ত পিতা’ই আজ এক গর্বিত বাবা
এরপর গায়কের সাফ কথা, মনে যা আসে তিনি তাই বলেন। তার স্ক্রিপ্ট রাইটার নেই। তার মুখের ভাষাই প্রতিটা শোয়ে অভিনবত্ব যোগ করে। রুপম আরো বলেন, ‘কিন্তু আবার দেখো, খারাপ থেকেই তো রক মিউজিক তৈরি হয়। সারা বিশ্বে কোন ভগবান রক মিউজিক তৈরি করেছে। আমরা যদি আমাদের সমাজকে মেনে নিতে না পারি, আমাদের সমাজেরই একটা অংশকে বর্জন করতে চাইছি, এটা তো হয় না।”
আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! তারপরেই আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না Paytm, বড়সড় আপডেট RBI’র
তিনি আরোও বলেন, ‘আমাকে কেউ কোনওদিন স্ক্রিপ্ট লিখে দেয়নি। আমার বলাটা যতটা লোকের কাজে লাগে, আর কার বলাটা এত কাজে লাগে, সিনেমার হিরোদের ছাড়া। সিনেমার হিরোদের কিন্তু স্ক্রিপ্ট লিখে দেয়। আমি তো স্টেজে কী বলব আগে ঠিক করে যাই না। ইনস্ট্যান্টলি বলি, আর প্রতিটা শো-তে আলাদা কথা বলি। কে আছে? বিশ্বে কোন গায়ক আছে, যে প্রতিদিন এক গান গাইলেও, প্রতিটা কথা আলাদা বলে। এটাই আমি।’
এমনকি এদিন রূপমের মুখে উঠে আসে রামকৃষ্ণের প্রসঙ্গও। রুপম বলেন, ‘রামকৃষ্ণ পরমহংস দেব যেমন অনেক ভালো কথা বলেছেন। তেমন খিস্তিই দিয়েছেন। তুমি ওটা বাদ দিয়ে ওঁকে পাবে না। তুমি যদি মনটা খুলতে না পারো। তাহলে মন খোলা কথা কোনওটাই আসবে না। খারাপটাও আসবে না ভালোটাও আসবে না।’
একই সাথে তার সংযোজন, ‘এই যে তোমরা এসেছ, আমি তো চুপ করে থাকিনি। তোমরা কী বলেছ আমাকে, কথা বলতেই হবে! কিন্তু আমি তো বলছি। এইটাই আমি। আমি কথা বলব। আমাদের সমাজে যে সব কথা আছে, তার মধ্যে খুব খারাপ বলব না। তবে মাঝারি খারাপ বলব। কারণ সেটা আমি গানেও লিখি। আমার অনুষ্ঠানেও বলি। মঞ্চ থেকে ওই গালাগালি আমি বহুবার করেছি।’