রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠল ফসিলস, গানে গানে প্রতিবাদ রুপমের

আর জি করের (R G Kar Case) নৃশংসতা নিয়ে অবগত সকলেই। ৩১ এর মৌমিতা দেবনাথের জীবনে সেরাত্রে নেমে এসেছিল এক কালো রাত। সেই রাতটি কেটে নিয়েছে তাঁর জীবন। আর জি করের (R G Kar Case) এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে সঞ্জয় নামের এক ব্যক্তিতে। মৃত মৌমিতার দেহের পাশে পাওয়া গিয়েছিল তার হেডফোন। জেরায় কোনও নামই বলতে চায়নি সে। তবে, পুলিশের অনুমান এই নৃশংসতার সঙ্গে জড়িত ততোধিক ব্যক্তি।

ভাইরাল হচ্ছে বিভিন্ন কল রেকর্ড। তবে, পাওয়া যাচ্ছে না আসল দোষীকে। এই ঘটনার তদন্তের দায়ভার এবার সিবিআই-এর কাঁধে। গতরাতে ইতিমধ্যেই সাতজনকে জরুরি তলব করে পাঠিয়েছে সিবিআই। চলছে জেরা। এই নৃশংসতা নিয়ে বর্তমানে ওলট পালট হচ্ছে রাজ্য রাজনীতি। এই নৃশংসতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন লাখ লাখ মানুষ। তবুও এখনও জানা যায়নি আসল ঘটনা। পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ।

   

R G Kar Case

এবার গানে গানে আর জি করের (R G Kar Case) নৃশংসতার প্রতিবাদ জানালেন রুপমও

এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মেয়েদের রাত দখল চলেছিল ১৪ আগষ্ট। উত্তাল ছিল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। স্বস্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, রূপাঞ্জনা মিত্র, দেবলীনা দত্ত সহ একাধিক মহিলা তারকারাও উপস্থিত ছিলেন সেখানে। ছিলেন বেশ কিছু পুরুষ তারকারাও। দাবি একটাই। বিচার চাই। এই নৃশংসতার বিচার চাই।

এর আগে কবিতা দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী, আয়ুষ্মান খুরানারা। এবার হবে গানে গানে প্রতিবাদ। ক্ষত নামের একটি গানের জন্ম দিয়েছেন রুপম ইসলাম। বাংলা ব্যান্ডগুলির মধ্যে অন্যতম ফসিলস। এবার ইউটিউবে নিজের এককের মুক্তি দিয়ে প্রতিবাদ জানালেন রুপমও। রাজ্য সরকার ও এই নৃশংসতার বিরুদ্ধে পুরোনো স্মৃতি মনে করিয়ে এই প্রতিবাদ জানিয়েছেন রুপম। সঙ্গে রুপম লিখেছেন, ‘আমার আহত গিটার বাজিয়ে গাওয়া একটা ধূসর গান— ‘ক্ষত’। সঙ্গে এই সময়ের ছবি, যে ছবিই পারে গানের পঙ্‌ক্তিগুলোকে জীবন্ত করতে, অন্য অর্থ দিতে। এই ক্ষতবিক্ষত, লাঞ্ছিত সময়কে আর কীই বা দিতে পারি, যা অর্থপূর্ণ হবে? যা ধারণ করবে সমকালকে তার অন্তরে?’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর