বাংলাহান্ট ডেস্ক : সাদা কালো শাড়ি লাল হয়ে উঠেছে রক্তে। পেটের কাছটা লাল হয়ে ভিজে উঠেছে। ভয়াবহ যন্ত্রণায় হাউহাউ করে কাঁদছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই ছবিটি দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। কী হয়েছে রূপাঞ্জনার (Rupanjana Mitra)? তিনি কি কোনোভাবে আহত হয়েছেন? হঠাৎ এমন ছবিই বা কেন শেয়ার করলেন তিনি?
এ কেমন ছবি শেয়ার করলেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)!
আসলে সোশ্যাল মিডিয়ায় রূপাঞ্জনার (Rupanjana Mitra) শেয়ার করা ছবিটা একটু ভালো ভাবে দেখলেই বোঝা যাবে, এটি অফস্ক্রিনের কোনো ছবি নয়। পুরোটাই ঘটছে ক্যামেরার সামনে। আসলে এটি রূপাঞ্জনা অভিনীত ‘ইকির মিকির’ ছবির একটি দৃশ্য। ছবিটি পরিচালনা করেছিলেন অভিনেত্রীর স্বামী রাতুল মুখোপাধ্যায়। ২০২২ এ মুক্তিপ্রাপ্ত ছবির এই বিশেষ দৃশ্যটির ছবি আরেকবার শেয়ার করে একটি বড়সড় বার্তা দিয়েছেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)।
কী বার্তা দিলেন অভিনেত্রী: তিনি লিখেছেন, ‘বিষাদ, বিষাদ হল ভালোবাসার যন্ত্রণা, কোথাও না যেতে পারার, কারোর বা কোনো কিছুর রেখে যাওয়া একটা ফাঁকাস্থান। এটা ঢেউ এর মতো আসে। কখনো ধীরে, কখনো বিধ্বংসী ভাবে। আমাদের শিক্ষা দেয় আমরা কী হারিয়েছি, অথচ যে মুহূর্তগুলো ছিল সেগুলোও একই রকম সুখকর ছিল।’
আরো পড়ুন : বাংলাদেশে পাক শিল্পীদের রমরমা, ভারত বিরোধিতার মাঝেই ওপার বাংলায় বিনামূল্যে কনসার্ট রাহাত ফতেহ আলি খানের
এই ছবিতে অভিনয় করেছিলেন রূপাঞ্জনা: এরপরেই রূপাঞ্জনা (Rupanjana Mitra) ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামী রাতুলকে, এই ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। এই পোস্টে ইকির মিকির ছবির পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, এই ছবিটি দেখানো হয়েছিল ২০২২ এর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। দেখানো হয়েছিল ২০২২ এর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
আরো পড়ুন : বড়দিনের আগেই মল্লিক বাড়িতে উদযাপন শুরু, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল, পূর্ণ হল পরিবার
সে সময় অবশ্য রাতুলের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)। দীর্ঘ ৬ বছর ধরে সহবাস সম্পর্কে ছিলেন দুজনে। চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন রাতুল এবং রূপাঞ্জনা। ছোট ছেলে এবং স্বামীকে নিয়ে দিব্যি সুখেই রয়েছেন অভিনেত্রী। কাজের দিক দিয়েও বড়পর্দা এবং ছোটপর্দা দুই মাধ্যমেই অভিনয় করছেন রূপাঞ্জনা।
View this post on Instagram