মা হওয়ার ইচ্ছাপূরণ হয়নি, দত্তক নেন মেয়েকে, ‘ইসমার্ট জোড়ি’তে এসে কেঁদে ফেললেন রূপঙ্কর জায়া

বাংলাহান্ট ডেস্ক: একাধারে গায়ক এবং অভিনেতা রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে অগুন্তি সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘ও আমার বৌদিমণির কাগজওয়ালা’ থেকে শুরু করে ‘প্রিয়তমা’ কিংবা ‘এ তুমি কেমন তুমি’, রূপঙ্করের গানের সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে নব্বইয়ের দশকের প্রজন্ম।

ব‍্যক্তিগত জীবনেও হাসিখুশি মানুষ রূপঙ্কর। মজা করতে ভালবাসেন তিনি। স্ত্রী চৈতালী লাহিড়ীও স্বামীর যোগ‍্য স্ত্রী। যথেষ্ট ফ‍্যাশন সচেতন চৈতালী মাঝেমধ‍্যেই নতুন রূপে সাজিয়ে তোলেন নিজেকে। একঘেয়েমি আসতে দেন না জীবনে। হাসি, মজা, খুনসুটি আর গানের মধ‍্যে থেকেই জীবন কাটান মিউজিক‍্যাল দম্পতি।

Rupankar Bagchi 2020 3
কিন্তু হাসিমুখের আড়ালে যে কত বড় কষ্ট তাঁরা লুকিয়ে রেখেছিলেন, তা ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চ না থাকলে হয়তো অনেকেরই অজানা থেকে যেত। দাম্পত‍্য জীবনের একটাই না পাওয়ার কথা বলে জিতের সামনে কান্নায় ভেঙে পড়েন রূপঙ্কর জায়া চৈতালী লাহিড়ী।

স্টার জলসায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’। গতে বাঁধা গান বা নাচের রিয়েলিটি শো নয়। এখানে নিজেদের প্রেম ও ব‍্যক্তিগত জীবনের গল্প শোনাতে আসেন তারকা দম্পতিরা। গান থেকে অভিনয় দুনিয়ার সেলেব জুটিরা, এমনকি ভাইরাল ‘কাঁচা বাদাম’ জুটি ভুবন বাদ‍্যকর ও তাঁর স্ত্রীও এসেছেন প্রতিযোগী হিসাবে।

IMG 20220412 125913
আগামী শনি রবিবার ইসমার্ট জোড়ির মঞ্চে হবে ‘ফ‍্যামিলি স্পেশাল উইক’। দম্পতিদের সঙ্গে আসবেন তাঁদের পরিবারের সদস‍্যরাও। এই পর্বে রূপঙ্কর ও চৈতালীর সঙ্গে দেখা যাবে তাঁদের মেয়েকে। তবে গায়কের স্ত্রী জানান, মেয়েকে দত্তক নিয়েছেন তাঁরা।

IMG 20220412 125947
সঞ্চালক জিতের কাছে চৈতালী জানান, মা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি। চেষ্টার কোনো ত্রুটি রাখেননি দম্পতি। চিকিৎসকদের পরামর্শ নিয়েও লাভ হয়নি। তাই যৌথ সিদ্ধান্তে কন‍্যা সন্তান দত্তক নেন চৈতালী ও রূপঙ্কর। বলতে বলতে কেঁদে ফেলেন গায়কের স্ত্রী

https://www.instagram.com/p/CcLdEPlthpU/?igshid=YmMyMTA2M2Y=

সেই ছোট্ট মেয়ে এখন অবশ‍্য অনেকটাই বড়। আদরের সন্তানকে হাত ধরে মঞ্চে নিয়ে আসেন চৈতালী। তিনি বলেন, একটু বড় হতেই মেয়েকে সত‍্যিটা জানিয়ে দিয়েছিলেন তাঁরা। তিনি বুঝিয়ে বলেছিলেন, সে তাঁর গর্ভ থেকে হয়নি, তাঁর হৃদয় থেকে জন্ম হয়েছে মেয়ের। সেদিন মেয়েও খুব কেঁদেছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর