বদ্ধ জায়গায় এসি ছাড়া পারফর্ম করা সম্ভব নয়, কেকে-মৃত‍্যুর পর প্রথম বার লিখলেন রূপঙ্কর

বাংলাহান্ট ডেস্ক: কেকে (KK) বিতর্কের রেশ কমছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। বলিউড গায়কের সম্পর্কে বিতর্কিত মন্তব‍্য করায় নেটদুনিয়ার রোষের মুখে পড়েছিলেন তিনি। দিনের পর দিন কটুক্তি সয়েছেন রূপঙ্কর। এসেছে প্রাণে মারার হুমকি। রেহাই পাননি বয়স্ক মা, স্ত্রী কন‍্যাও।

তবে রূপঙ্কর কোনো মন্তব‍্য করেননি এতদিন। শুধু সাংবাদিক বৈঠক করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। পরবর্তীকালে জানিয়েছিলেন, ভাল থাকার চেষ্টা করছেন তিনি। সোশ‍্যাল মিডিয়া থেকেও কিছুদিনের জন‍্য বিরতি নেবেন।

Rupankar Bagchi 2020 3
এবার সংবাদ মাধ‍্যমে কলম ধরলেন রূপঙ্কর। মুখ খুললেন শিল্পী ও তাদের মঞ্চে অনুষ্ঠান সম্পর্কে। শিল্পীর কাছে মঞ্চের সামনে দর্শকের ভিড় সবকিছু। দর্শকদের উচ্ছ্বাস, উৎসাহে শিল্পীর প্রাণশক্তি অনেক বেড়ে যায়। কিন্তু লক্ষ লক্ষ দর্শকদের সামনে পারফর্ম করাটা যে কতটা কঠিন সেটা বোঝেন শুধু শিল্পীরাই।

রূপঙ্কর বলেন, দু তিন ঘন্টা ধরে টানা একজন শিল্পী মঞ্চ মাতিয়ে চলেছেন‌। একজন দর্শকের কাছে এটা খুবই স্বাভাবিক ব‍্যাপার হলেও বাস্তবে কিন্তু বিষয়টা খুবই কঠিন। কারণ একটানা পারফর্ম করলে শিল্পীদের শরীরের উপর দিয়ে যা ধকল যায় তা অকল্পনীয়।

রূপঙ্করের কথায়, সব শিল্পীরাই তাঁর কাছে পরিবারের সদস‍্যের মতো। তাই তাঁদের জন‍্য কিছু পরামর্শ দিয়েছেন রূপঙ্কর। যেমন আগে থেকে জল বা গ্লুকোজের ব‍্যবস্থা করে রাখা ভাল। এনার্জি বর্ধক হালকা খাবার যেমন কলা, ডার্ক চকোলেট সঙ্গে রাখা।

সঙ্গে আরো একটি পয়েন্ট যোগ করতে ভোলেননি রূপঙ্কর, যে বিষয়টা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তর্ক বিতর্ক চলছে। একাধিক বার অভিযোগ উঠেছে, কেকের অনুষ্ঠানের দিন নজরুল মঞ্চের এসিগুলি বিকল হয়ে গিয়েছিল। ওই অমানুষিক গরমের মধ‍্যেই গান গেয়েছিলেন কেকে।

KK oped
রূপঙ্কর বলেন, শিল্পী যদি বদ্ধ জায়গায় অনুষ্ঠান করেন তাহলে এসি থাকতেই হবে। নয়তো পারফর্ম করা সম্ভব নয়। অথচ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, সেদিন প্রচণ্ড ঘামতে ঘামতেই শো করেছিলেন কেকে। অতিরিক্ত শ্রোতার চাপ সামলাতে পারেনি এসি। চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও সাচ্চা শিল্পীর মতো শেষ মুহূর্ত পর্যন্ত পারফর্ম করেছেন কেকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর