‘বাংলার শিল্পীদের পাশে দাঁড়ান’ বলে হিন্দি গান গাইবেন রূপঙ্কর! কেকে-বিতর্ক মিটতেই স্বমহিমায় শিল্পী

বাংলাহান্ট ডেস্ক: হু ইজ কেকে (KK) ম‍্যান? বাংলার গায়ক গায়িকারা কেকে-র থেকে অনেক ভাল গায়। রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) এই মন্তব‍্য রাতারাতি ঝড় তুলেছিল সোশ‍্যাল মিডিয়ায়। সেই ঝড় আরো মারাত্মক আকার ধারণ করে রূপঙ্করের বিতর্কিত ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টার পর কেকে-র আচমকা মৃত‍্যুতে‌। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে জাতীয় পুরস্কার জয়ী শিল্পীকে শাপ শাপান্ত শুরু করে দেন ক্ষুব্ধ নেটনাগরিকরা।

টানা কয়েকদিন ওই বিতর্কের জের চলেছিল। কেকের শোকে কাঁদতে কাঁদতেই রূপঙ্করের উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। এখন অবশ‍্য পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। একে একে রূপঙ্করের সপক্ষে সরবও হচ্ছেন অনেকে। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীত গেয়ে হাওয়া অনেকটাই নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন রূপঙ্কর।

Rupankar Bagchi 2020 3
এবার নিজের হিন্দি গানের ব‍্যান্ডের ভবিষ‍্যৎ নিয়েও মুখ খুললেন রূপঙ্কর। উল্লেখ‍্য, মনোময় ভট্টাচার্য, উজ্জয়িনী মুখোপাধ‍্যায়ের সঙ্গে একটি হিন্দি গানের ব‍্যান্ড রয়েছে রূপঙ্করের, নাম UMR। কেকে বিতর্কের পর এই ব‍্যান্ডের ভবিষ‍্যৎ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল। মনোময় এব‌ং উজ্জয়িনী দুজনেই বলেছিলেন, ব‍্যান্ড নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। রূপঙ্করের বক্তব‍্যের অপেক্ষায় ছিলেন তাঁরা।

পালটা গায়কের প্রশ্ন, “হিন্দি ব‍্যান্ডে গান গাইব না কেন?” বাংলা গান এবং শিল্পীদের পাশে দাঁড়ানোর জন‍্য সরব হলেও হিন্দি গান নিয়েও কোনো ছুঁতমার্গ নেই রূপঙ্করের। তবে তিনি জানান, এই ব‍্যান্ডের আগামী কনসার্ট বা গান নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি তাঁরা।

উল্লেখ‍্য, এর আগে UMR এর একটি অনুষ্ঠানের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। একটি গান শেষ হতে দর্শকরা আর্জি জানান, এবার অন্তত একটা বাংলা গান হোক। সঙ্গে সঙ্গে রূপঙ্কর বলে ওঠেন, না না কোনো বাংলা গান হবে না এখানে। শুধু হিন্দি গান। ওই আবেদনটা করবেন না দয়া করে। ওই ভিডিওটি ভাইরাল হতেও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন রূপঙ্কর।


Niranjana Nag

সম্পর্কিত খবর