বাংলাহান্ট ডেস্ক: মাস খানেক আগে পর্যন্তও সোশ্যাল মিডিয়ার চিত্রটা অন্য রকম ছিল। ট্রেন্ডিংয়ে ছিল দুটো নাম রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এবং কেকে (KK)। অদ্ভূত ভাবে বলিউড গায়কের মৃত্যুর আগের দিনই তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। ‘হু ইজ কেকে ম্যান?’ প্রশ্নটার জবাব এখনো পেয়ে চলেছেন তিনি পদে পদে।
কেকের মৃত্যুর পর দু মাস হতে চলল। এখনো নতুন গান আনলেই ট্রোল হচ্ছেন রূপঙ্কর। কুৎসিত কটাক্ষ উড়ে আসছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে নতুন যুক্ত হয়েছে ‘চোর’ তকমা। পরিস্থিতি নিজের অনুকূলে আনতে অবশেষে প্রয়াত কেকের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন রূপঙ্কর। কেকেরই গাওয়া এই গান গেয়ে শ্রদ্ধা জানালেন তিনি।
সম্প্রতি একটি চ্যানেলের গান আড্ডার অনুষ্ঠানে এসেছিলেন রূপঙ্কর। সেখানেই ‘মাই ব্রাদার নিখিল’ ছবির ‘লে চলে’ গানটি গেয়ে শোনান তিনি। প্রয়াত কেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি গেয়েছেন রূপঙ্কর। কিন্তু ভিডিও ভাইরাল হতেই তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকের মতে, এখন বেকায়দায় পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন রূপঙ্কর। আবার কয়েকজন শ্লেষ মেশানো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ইনিই তো প্রশ্ন করেছিলেন হু ইজ কেকে?
কেকে নিয়ে একটি মাত্র বিষ্ফোরক ভিডিও এক লহমায় বদলে দেয় রূপঙ্করের জীবন।
রূপঙ্করের জনপ্রিয়তা ছিল চিরদিনই। তাঁর গান উসকে দেয় নস্টালজিয়া। কিন্তু ওই ভিডিওর পরেই বিষয়টা অন্য রকম হয়ে দাঁড়ায়। ক্রমাগত খুনের হুমকি পেয়েছেন রূপঙ্কর ও তাঁর পরিবার। এমনকি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে গায়কের বর্ষীয়ান মাকেও! দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরেই বেরোতে পারছিলেন না রূপঙ্কর।
সাংবাদিক সম্মেলন ডেকে নিঃশর্ত ক্ষমাও চেয়েছিলেন রূপঙ্কর। বলেছিলেন, কেকের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। আর কেনই বা থাকবে? ওই ভিডিওর পর যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা তা এত বছরের কেরিয়ারেও কখনো হয়নি। কেকের পরিবারেরেরেরের সঙ্গে তাঁর যোগাযোগ করার উপায় নেই। তাই সাংবাদিকদের মাধ্যমেই তিনি নিজের দুঃখ প্রকাশ করেন। কেকের আত্মার শান্তি কামনা করেন।