কেকে-বিতর্কেও শিক্ষা হয়নি, এমন ভুল আবারো করতে পারি, আগেভাগে জানিয়ে রাখলেন রূপঙ্কর

বাংলাহান্ট ডেস্ক: একটা বিতর্ক জীবন বদলে দিতে পারে মানুষের। বড় উদাহরণ গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে (KK) কে নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করে কার্যত যেচে বিপদ ডেকে এনেছিলেন তিনি। কলকাতায় কেকের অনুষ্ঠানের ভিডিও দেখে ‘হু ইজ কেকে ম‍্যান?’ প্রশ্ন ছুঁড়েছিলেন রূপঙ্কর। কাকতালীয় ভাবে তার পরের দিনই কলকাতায় একটি অনুষ্ঠানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে।

তারপরের ঘটনা সকলেরই জানা। বিতর্কের জের আজো বয়ে বেড়াচ্ছেন রূপঙ্কর। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারজয়ী শিল্পী বলেন, কেকে একজন নিখুঁত প্লেব‍্যাক সিঙ্গার। তিনি কেকের বিরাট ভক্ত। এখনো কেকের গান বললে গেয়ে শুনিয়ে দেবেন। কিন্তু ‘হু ইজ কেকে ম‍্যান’ একথা বলা যে তাঁর উচিত হয়নি, সেটা তিনি নিজেও পরে বুঝেছিলেন।

rupankar press
রুপঙ্ক‍র স্বীকার করেন, অহংকার জন্মেছিল তাঁর মনে। বাংলার শিল্পীরা কীসে কম? নিজের ইন্ডাস্ট্রির, বাংলা ভাষাভাষীর শিল্পীদের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিতর্কের ভয়ে অধিকাংশই তাঁর পাশে দাঁড়াননি। বরং তিনি ভিডিওতে যে সমস্ত শিল্পীদের নাম নিয়েছিলেন, পরে তাঁরাই তাঁর বিরোধিতা করে বলেছিলেন নাম নেওয়খ উচিত হয়নি।

রূপঙ্কর বলেন, বাংলা ভাষা, সাহিত‍্যের হয়ে কথা বলেন তিনি। অন‍্য কোনো ভাষার শিল্পীর সঙ্গে কোনো বিরোধ নেই তাঁর। তিনি আবেগপ্রবণ। তাই ওই ঘটনার পরেও এমন ভুল হয়তো আবারো করে বসবেন বলে জানান রূপঙ্কর। ফের শ্রোতাদের কাছে ক্ষমা চাইবেন।

বিতর্কিত ভিডিওতে আরেক জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তীরও নাম নিয়েছিলেন রূপঙ্কর। বিতর্ক তৈরি হতে পালটা সোশ‍্যাল মিডিয়া লাইভ করে সাফাই দেন গায়িকা। সে প্রসঙ্গে এদিন রূপঙ্কর বলেন, জনপ্রিয়তার শীর্ষে থেকেও একটু বেশিই নিরাপত্তাহীনতায় ভোগেন ইমন। বিতর্কের জন‍্য হয়তো ভয় পেয়েছিলেন শো চলে যাবে। তাই লাইভ ভিডিও করেছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর