বাংলাহান্ট ডেস্ক: মুখ থেকে কথা একবার বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। সে যতই বিতর্ক হোক না কেন। কথাটা হাড়ে হাড়ে টের পেয়েছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। একটি ভিডিও, তাতে বলিউড গায়ক কেকে কে নিয়ে বিষ্ফোরক মন্তব্য। রাতারাতি বেশিরভাগ মানুষের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী। খুনের হুমকি, ধর্ষণের হুমকি, বয়কটের ডাক উপর্যুপরি আক্রমণে যেন দমবন্ধকর অবস্থা হয়েছিল রূপঙ্করের।
পরিস্থিতি এখনো খুব একটা ভাল হয়নি। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ট্রোলের খোরাক হয়ে চলেছেন রূপঙ্কর। অনেকে তাঁর গান নিয়ে কটাক্ষ করছেন। অনেকে এখনো হ্যাশট্যাগ বয়কট রূপঙ্কর ট্রেন্ড চালাচ্ছেন। কিন্তু গায়ক নিশ্চুপ। শুধু সম্প্রতি সরকারের জন্য রেকর্ড করা একটি গানের ভিডিও শেয়ার করেছেন তিনি।
পরিবারের লোকেরা এতদিন আতঙ্কে তটস্থ হয়েছিলেন। এখন পরিস্থিতি কেমন? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রূপঙ্কর জানালেন, তিনি ভাল আছেন। মানসিক চাপ পুরোপুরি না কাটলেও অনেকটাই কেটে গিয়েছে। ভাল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রূপঙ্কর।
তবে নেটমাধ্যমে যে তিনি এখনো আসামী তা জানেন গায়ক নিজেও। অনেকেই এখনো ক্ষেপে লাল হয়ে রয়েছেন তাঁর উপরে। সবটা জেনেশুনেই তাই নেটমাধ্যম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন রূপঙ্কর। আপাতত বেশ কিছুদিন তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গায়ক। কাজে মন দিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন রূপঙ্কর। গায়ক জানিয়েছিলেন, বিতর্কিত ভিডিওটি আসার আগেই ডিলিট করে দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে রূপঙ্কর বলেন, কেকের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। আর কেনই বা থাকবে?
তিনি আরো জানান, গত কয়েকদিন যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা তা এত বছরের কেরিয়ারেও কখনো হয়নি। কেকের পরিবারেরের সঙ্গে তাঁর যোগাযোগ করার উপায় নেই। তাই সাংবাদিকদের মাধ্যমেই তিনি নিজের দুঃখ প্রকাশ করেন। কেকের আত্মার শান্তি কামনা করেন।