৮ ঘণ্টা বসিয়ে রেখে গালিগালাজ করেন সঙ্গীত পরিচালক! মুম্বইয়ে গিয়ে চরম অপমানিত রূপঙ্কর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০২২ সালটা আদৌ ভালো ছিল না বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপঙ্কর বাগচির (Rupankar Bagchi) কাছে। বলিউড গায়ক KK-র প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় এই সঙ্গীতশিল্পীকে। এমনকি, গোটা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়েও নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় রুপঙ্করকে। সাথে চলতে থাকে দেদার ট্রোলিং।

এমনকি, কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করেও বিদ্রুপের শিকার হন রূপঙ্কর বাগচি। তবে, সেইসব বিতর্ককে অবশ্য পাত্তা দিতে নারাজ শিল্পী। ঠিক এই আবহেই এবার নতুন এক ঘটনার প্রসঙ্গ সামনে এল। পাশাপাশি, সেটি সম্পর্কে জানিয়েছেন খোদ রূপঙ্করই। মূলত, সুদূর মুম্বইতে গিয়ে বলিউডের এক নামী মিউজিক ডিরেক্টরের কাছে রীতিমতো অপমানিত হন “প্রিয়তমা”-র গায়ক। আর সেই প্রসঙ্গটিই শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে এসে তুলে ধরেন রূপঙ্কর।

শিলাজিৎই বিষয়টি উপস্থাপিত করেছিলেন। পাশাপাশি, ওই বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। যার উত্তরে রুপঙ্কর সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তাঁর গায়ক বন্ধুকে। তিনি জানান “শান্তনুদা (মৈত্র) আমার সাথে ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বইতে ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং-ও হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এদিকে, এটা বলে ও হাওয়া!”

পাশাপাশি, রূপঙ্কর আরও জানান, “পাঁচ মিনিট হতে হতে প্রায় পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি। তারপর ওখানে একজন রিসেপশানিস্ট বললেন মন্টি স্যার আজ আসবেন না।” তবে, ঘটনা এখানেই শেষ হয়নি। বরং, রাত্রিবেলায় রূপঙ্করকে গালিগালাজ করেন “সাওয়ারিয়া”-র মত জনপ্রিয় সিনেমার মিউজিক ডিরেক্টর মন্টি শর্মা।

ঘটনার পরিপ্রেক্ষিতে রূপঙ্কর আরও জানান, “আমাকে রাতে ফোন করে মন্টি পাঞ্জাবিতে খিস্তি করে। আমিও বাংলায় দু-চারটে খিস্তি দিয়েদিলাম। সে আমাকে ফোনে জানায়, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম, (অশ্লীল শব্দ) দরকার নেই তোর কাজের!” এদিকে, এর পরেই রুপঙ্কর শিলাজিতের উদ্দেশ্যে জানতে চান, “আমি ঠিক করিনি?” এমতাবস্থায়, শিলাজিৎ স্পষ্ট জানিয়ে দেন, “একদম ঠিক করেছিস।” উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই ক্লিপটি তুমুল ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X