প্রকাশ্যে ফেসবুক ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ ক্ষুব্ধ রূপঙ্করের! তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: রূপঙ্কর বাগচীকে কে না চেনেন? কম দিন তো হল না তাঁর টলিউড ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন রূপঙ্কর। দিন দিন সেই জনপ্রিয়তা আরও বাড়ছে। টলিউডের প্রথম সারির গায়কদের মধ্যেই থাকবে তাঁর নাম। প্লেব্যাক থেকে নিজের অ্যালবাম সবেতেই সমান জনপ্রিয় রূপঙ্কর।

এতদিন সবাই তাঁকে চিনতেন তাঁর গানের জন্য ও নম্র, বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য। কিন্তু একটি ভিডিও সেই ধারনাটা কেমন টালমাটাল করে দিল।

maxresdefault 1 31

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন রূপঙ্কর। সেখানে প্রকাশ্যেই অশ্রাব্য গালি গালাজ করতে শোনা গিয়েছে তাঁকে।

শুধু তাই নয়, নিজের স্ত্রী ও তাঁর বান্ধবীদের উপরেও বেশ ক্ষুব্ধ দেখা গেল গায়ককে। ভিডিওতে দেখা গিয়েছে সকালবেলা উঠেই গালিগালাজ করছেন রূপঙ্কর। সারা রাত নাকি তিনি নাইট ডিউটি করেছেন। তাই সকাল সকাল মেজাজ গরম রয়েছে তাঁর। তার ওপর স্ত্রীকে ডেকে ডেকেও সাড়া পাচ্ছেন না তিনি। কারন স্ত্রী ফেসবুক করতেই ব্যস্ত। মানুষ ফেসবুক কেন করে সেই বিষয়ে প্রশ্ন তুলতেও দেখা যায় রূপঙ্করকে। তাঁর নিজের মোবাইল ফোনে ফেসবুক হয় না। সেকথাও জানান গায়ক। শেষে স্ত্রীর বান্ধবীদেরও একপ্রস্থ গালি গালাজ করেন তিনি।

https://www.facebook.com/rupankarbagchiofficial/videos/1518634101645622/

রূপঙ্কর তো গান গাইতেন। হঠাৎ করে নাইট ডিউটি কেন ই বা করতে যাবেন? আর এভাবে প্রকাশ্যে গালি গালাজই বা করছেন কেন তিনি? সেকথাও খোলসা করেছেন তিনি নিজেই। আসলে গানের পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত তিনি। সামনেই মঞ্চস্থ হতে চলেছে তাঁর নতুন নাটক। তাঁর নাট্য দল কৃষ্টি পটুয়ার সপ্তম জন্মদিন। ২১ ফেব্রুয়ারি সাড়ে ছটায় জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে তাঁদের নতুন নাটক। সেই নাটকেরই এভাবে প্রচার করলেন রূপঙ্কর।

অনেকেই হয়ত জানেন না নাটকের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রূপঙ্কর। নাটক দিয়েই তাঁর কেরিয়ার শুরু হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর