বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সমগ্ৰ বিশ্বজুড়ে বাজছে UPI (Unified Payments Interface)-এর ডঙ্কা। শুধু তাই নয়, ফ্রান্স সহ বিশ্বের একাধিক দেশ এটি গ্রহণ করেছে এবং অনেকে UPI গ্রহণের ক্ষেত্রে আগ্রহও দেখিয়েছে। এমনকি, আমেরিকাতেও UPI শুরু করার বিষয়টি ক্রমশ জোরালো হচ্ছে। এছাড়াও ভারত ইতিমধ্যেই আমেরিকার SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)-এর আদলে তার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং মেসেজিং সিস্টেমের ক্ষেত্রে কাজ শুরু করেছে। মূলত, SWIFT-এর মাধ্যমে বিশ্বব্যাপী এক দেশ থেকে অন্য দেশে ফান্ড এবং সিকিউরিটি ট্রান্সফার করা যায়।
এদিকে, এই ব্যবস্থার ভিত্তিতে আমেরিকা বিশ্বে ফাইন্যান্সের জগতে শাসন করলেও শীঘ্রই এই সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে। মূলত, আন্তর্জাতিক লেনদেনে রুপির প্রচারের জন্য ভারত সরকার একটি দুর্দান্ত পরিকল্পনা করেছে। যেখানে, SWIFT-এর মতো সিস্টেমও এই পরিকল্পনার অংশ রয়েছে। এই সিস্টেম রুপির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের নিষ্পত্তি করতে সাহায্য করবে।
সূত্র অনুযায়ী জানায় গিয়েছে, ইতিমধ্যেই ব্যাঙ্কারদের একটি বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এই কমিটি আগামী মাসে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে পারে। সংশ্লিষ্ট কমিটিতে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের সদস্য রয়েছেন।
এই প্রসঙ্গে একজন ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন যে, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিং মেসেজিং সিস্টেমের বিষয়েও একটি পরামর্শ দেওয়া হয়েছে। মূলত, বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টস রয়েছে এমন দেশগুলির সাথে এটি ব্যবহার করা যেতে পারে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট কমিটি পরামর্শ দেবে কিভাবে সিস্টেমটি চালু করা যায় এবং এতে কি কি চ্যালেঞ্জ রয়েছে। এরপরে RBI সহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হবে।
ক্রমশ প্রভাব বাড়ছে রুপির: এদিকে, অন্য একজন আধিকারিক জানিয়েছেন যে, সংশ্লিষ্ট কমিটি RBI-এর বিদ্যমান প্ল্যাটফর্ম SFMS (Structured Financial Messaging System)-এর বিষয়ে বিবেচনা করবে। পাশাপাশি, এটিকে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টিও দেখা হবে। উল্লেখ্য যে, SFMS হল SWIFT-এর আদলে তৈরি একটি সিস্টেম। এটিকে ব্যাঙ্কগুলির মধ্যে যোগাযোগ সুরক্ষিত করতে ব্যবহার করা যেতে পারে।
পাশাপাশি, RBI তার ভিশন ডকুমেন্টে ২০২২ সালে এই সিস্টেমের পরিধি বাড়ানোর কথা বলেছিল। আন্তর্জাতিকভাবে রুপির অগ্রগতির জন্য সরকার ব্যাঙ্কগুলিকে ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটির সাথে আউটরিচ প্রোগ্রাম গ্রহণের বিষয়েও জোর দিতে বলেছে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত ২২ টি দেশের ২০ টি ব্যাঙ্কে ৮২ টি স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (SVAs) খোলা হয়েছে বলে জানা গিয়েছে।